ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

এবার মুখোমুখি ফেরদৌস-শাহরুখ

  • বিনোদন ডেস্ক:-
  • প্রকাশিত সময় :- ০৭:২৯:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩
  • ৩৪১ পড়া হয়েছে। নিউজবিজয় ২৪.কম-১৫ ডিসেম্বরে ৯ বছরে পর্দাপন

অবশেষে সিনেমাপ্রেমীদের উন্মাদনা সঙ্গে করে মুক্তি পেয়েছে শাহরুখের ‘জওয়ান’। শুরু থেকেই ফিল্ম বিশ্লেষক থেকে তারকা, সকলের কাছেই ইতিবাচক রিভিউ পেয়েছে ‘জওয়ান’। অনেকেই দাবি করেছেন শাহরুখের এই ছবি সব রেকর্ড ভেঙে ‘ব্লকবাস্টার’ হবে। গতকাল বৃহস্পতিবার বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে শাহরুখ খানের ‘জওয়ান’।
আজ শুক্রবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশের ৪৮টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে ‘জওয়ান’। পাশাপাশি একই দিনে ১৯টি হলে মুক্তি পেয়েছে ফেরদৌস-নিপুণ অভিনীত সিনেমা ‘সুজন মাঝি’।

প্রেক্ষাগৃহে ‘সুজন মাঝি’র সঙ্গে আরও মুক্তি পাওয়ার কথা ছিল মুশফিকুর রহমান গুলজার নির্মিত ‘দুঃসাহসী খোকা’ এবং দীপংকর দীপনের ‘অন্তর্জাল’। কিন্তু বাংলাদেশে ‘জওয়ান’ মুক্তির কারণে বাকি দুটো সিনেমার মুক্তি পিছিয়ে দেন নির্মাতারা। বলা যায়, প্রেক্ষাগৃহে এখন মুখোমুখি শাহরুখ-ফেরদৌস।

‘সুজন মাঝি’ নির্মাণ করেছনে পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু। তিনি বলেন, এটা একটা গ্রামের গল্প। আমি মনে করি, গ্রামের সিনেমাই মানুষ বেশি দেখে। এর প্রমাণও অতীতে দেখা গেছে।

সিনেমাটি নিয়ে আশাব্যক্ত করে ঝন্টু বলেন, ‘সুজন মাঝি’ চলচ্চিত্রটি বাংলাদেশের সবার ভালো লাগবে। এটা মানুষের পছন্দের জন্য নির্মাণ করেছি, কোনো পুরস্কারের জন্য নয়।

‘সুজন মাঝি’ সিনেমা নিয়ে নিপুণ বলেন, এই গল্প নৌকার কথা বলবে, গ্রামের কথা বলবে। আমার, আপনার জীবনের কথা বলবে। নতুন প্রজন্ম এই সিনেমা দেখে অনেক কিছু জানতে পারবে, আমাদের দেশটা কেমন। ‘জওয়ান’ মুক্তি পেলেও যারা ‘সুজন মাঝি’ দেখার, তারা ঠিকই দেখবেন।

‘সুজন মাঝি’ সিনেমায় ফেরদৌস-নিপুণ ছাড়াও আরও অভিনয় করেছেন— রাতুল, তিথি, গাঙ্গুয়া, সেলিম, শিউলি আক্তার প্রমুখ।

অন্যদিকে হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাচ্ছে অ্যাটলি পরিচালিত এই ‘জওয়ান’ সিনেমা । এই প্রথমবার নয়নতারার বিপরীতে দেখা যাবে শাহরুখকে। নয়নতারা ছাড়াও শাহরুখের সঙ্গে এই সিনেমায় দেখা যাবে সানিয়া মালহোত্রা, বিজয় সেতুপতি, প্রিয়মণির মতো তারকাদের। বিশেষ চরিত্রে থাকছেন দীপিকা পাড়ুকোন।

নিউজবিজয়২৪/এফএইচএন

👉 নিউজবিজয় ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন ✅

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন।

NewsBijoy24.Com

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

গাজীপুরে দুই ট্রেনের সংঘর্ষ, ৫ বগি লাইনচ্যুত   

এবার মুখোমুখি ফেরদৌস-শাহরুখ

প্রকাশিত সময় :- ০৭:২৯:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩

অবশেষে সিনেমাপ্রেমীদের উন্মাদনা সঙ্গে করে মুক্তি পেয়েছে শাহরুখের ‘জওয়ান’। শুরু থেকেই ফিল্ম বিশ্লেষক থেকে তারকা, সকলের কাছেই ইতিবাচক রিভিউ পেয়েছে ‘জওয়ান’। অনেকেই দাবি করেছেন শাহরুখের এই ছবি সব রেকর্ড ভেঙে ‘ব্লকবাস্টার’ হবে। গতকাল বৃহস্পতিবার বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে শাহরুখ খানের ‘জওয়ান’।
আজ শুক্রবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশের ৪৮টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে ‘জওয়ান’। পাশাপাশি একই দিনে ১৯টি হলে মুক্তি পেয়েছে ফেরদৌস-নিপুণ অভিনীত সিনেমা ‘সুজন মাঝি’।

প্রেক্ষাগৃহে ‘সুজন মাঝি’র সঙ্গে আরও মুক্তি পাওয়ার কথা ছিল মুশফিকুর রহমান গুলজার নির্মিত ‘দুঃসাহসী খোকা’ এবং দীপংকর দীপনের ‘অন্তর্জাল’। কিন্তু বাংলাদেশে ‘জওয়ান’ মুক্তির কারণে বাকি দুটো সিনেমার মুক্তি পিছিয়ে দেন নির্মাতারা। বলা যায়, প্রেক্ষাগৃহে এখন মুখোমুখি শাহরুখ-ফেরদৌস।

‘সুজন মাঝি’ নির্মাণ করেছনে পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু। তিনি বলেন, এটা একটা গ্রামের গল্প। আমি মনে করি, গ্রামের সিনেমাই মানুষ বেশি দেখে। এর প্রমাণও অতীতে দেখা গেছে।

সিনেমাটি নিয়ে আশাব্যক্ত করে ঝন্টু বলেন, ‘সুজন মাঝি’ চলচ্চিত্রটি বাংলাদেশের সবার ভালো লাগবে। এটা মানুষের পছন্দের জন্য নির্মাণ করেছি, কোনো পুরস্কারের জন্য নয়।

‘সুজন মাঝি’ সিনেমা নিয়ে নিপুণ বলেন, এই গল্প নৌকার কথা বলবে, গ্রামের কথা বলবে। আমার, আপনার জীবনের কথা বলবে। নতুন প্রজন্ম এই সিনেমা দেখে অনেক কিছু জানতে পারবে, আমাদের দেশটা কেমন। ‘জওয়ান’ মুক্তি পেলেও যারা ‘সুজন মাঝি’ দেখার, তারা ঠিকই দেখবেন।

‘সুজন মাঝি’ সিনেমায় ফেরদৌস-নিপুণ ছাড়াও আরও অভিনয় করেছেন— রাতুল, তিথি, গাঙ্গুয়া, সেলিম, শিউলি আক্তার প্রমুখ।

অন্যদিকে হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাচ্ছে অ্যাটলি পরিচালিত এই ‘জওয়ান’ সিনেমা । এই প্রথমবার নয়নতারার বিপরীতে দেখা যাবে শাহরুখকে। নয়নতারা ছাড়াও শাহরুখের সঙ্গে এই সিনেমায় দেখা যাবে সানিয়া মালহোত্রা, বিজয় সেতুপতি, প্রিয়মণির মতো তারকাদের। বিশেষ চরিত্রে থাকছেন দীপিকা পাড়ুকোন।

নিউজবিজয়২৪/এফএইচএন