ঢাকা ১১:৩৬ অপরাহ্ন, সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

এবার কবরস্থানে ইসরায়েলি হামলা, ছিন্নভিন্ন মরদেহ

  • আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত সময় :- ১২:৫২:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩
  • ২৬৯ পড়া হয়েছে। নিউজবিজয় ২৪.কম-১৫ ডিসেম্বরে ৯ বছরে পর্দাপন

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত অন্তত ২০ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এ হামলায় প্রতিদিন গড়ে প্রায় ৩০০ মানুষ নিহত হয়েছে। এবার গাজার একটি কবরস্থানে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কবরস্থানে থাকা মরদেহগুলো ছিন্নভিন্ন হয়ে গেছে। খবর আল জাজিরা।

ইসরায়েলের হামলা যেন এবার নিষ্ঠুরতার সব পর্যায়কে ছাড়িয়ে গেছে। তাদের হামলা থেকে রক্ষা পেল না কবরস্থানও। হাসপাতাল, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং মসজিদ-গির্জার পর এবার গাজার একটি কবরস্থানে বুলডোজার চালানো হয়েছে। এতে কবরস্থানে থাকা সাদা কাফনে মোড়ানো মরদেহগুলো ক্ষতবিক্ষত হয়ে গেছে। আল জাজিরার প্রকাশিত একটি ছবিতে দেখে বোঝা যাচ্ছে, মরদেহটি কয়েকদিন আগে সমাহিত করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রাপ্ত বয়স্ক মানুষ ছাড়াও শিশুদের মরদেহের অংশও কবরস্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে।

আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী, যুদ্ধের সময়ও সামরিক প্রয়োজনীয়তা ছাড়া ধর্মীয়স্থাপনা ও সমাধিস্থল ও কবরস্থানের ক্ষতি সাধণ করা যাবে না। কিন্তু ইসরায়েল এসব নিয়মের কিছুই মানছে না।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর গাজায় নির্বিচারে হামলা শুরু করে ইসরায়েল বাহিনী। বিমান হামলা চালানোর পাশাপাশি ও স্থল অভিযানও পরিচালনা করে তেল আবিব। এতে এখন পর্যন্ত ২০ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছে ৫০ হাজারের বেশি মানুষ। গাজার চিকিৎসকরা বলছেন, নিহতের সংখ্যা আরও উল্লেখযোগ্যসংখ্যক বেশি হতে পারে। কারণ, বাড়িঘরের ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে থাকা মৃতদেহ এবং যাদেরকে হাসপাতালে নেয়া সম্ভব হয়নি তারা এই হিসাবের মধ্যে নেই।

নিউজবিজয়২৪/এফএইচএন

👉 নিউজবিজয় ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন ✅

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন।

NewsBijoy24.Com

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

গ্রামে লোডশেডিং না করার নির্দেশ প্রধানমন্ত্রীর

এবার কবরস্থানে ইসরায়েলি হামলা, ছিন্নভিন্ন মরদেহ

প্রকাশিত সময় :- ১২:৫২:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত অন্তত ২০ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এ হামলায় প্রতিদিন গড়ে প্রায় ৩০০ মানুষ নিহত হয়েছে। এবার গাজার একটি কবরস্থানে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কবরস্থানে থাকা মরদেহগুলো ছিন্নভিন্ন হয়ে গেছে। খবর আল জাজিরা।

ইসরায়েলের হামলা যেন এবার নিষ্ঠুরতার সব পর্যায়কে ছাড়িয়ে গেছে। তাদের হামলা থেকে রক্ষা পেল না কবরস্থানও। হাসপাতাল, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং মসজিদ-গির্জার পর এবার গাজার একটি কবরস্থানে বুলডোজার চালানো হয়েছে। এতে কবরস্থানে থাকা সাদা কাফনে মোড়ানো মরদেহগুলো ক্ষতবিক্ষত হয়ে গেছে। আল জাজিরার প্রকাশিত একটি ছবিতে দেখে বোঝা যাচ্ছে, মরদেহটি কয়েকদিন আগে সমাহিত করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রাপ্ত বয়স্ক মানুষ ছাড়াও শিশুদের মরদেহের অংশও কবরস্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে।

আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী, যুদ্ধের সময়ও সামরিক প্রয়োজনীয়তা ছাড়া ধর্মীয়স্থাপনা ও সমাধিস্থল ও কবরস্থানের ক্ষতি সাধণ করা যাবে না। কিন্তু ইসরায়েল এসব নিয়মের কিছুই মানছে না।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর গাজায় নির্বিচারে হামলা শুরু করে ইসরায়েল বাহিনী। বিমান হামলা চালানোর পাশাপাশি ও স্থল অভিযানও পরিচালনা করে তেল আবিব। এতে এখন পর্যন্ত ২০ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছে ৫০ হাজারের বেশি মানুষ। গাজার চিকিৎসকরা বলছেন, নিহতের সংখ্যা আরও উল্লেখযোগ্যসংখ্যক বেশি হতে পারে। কারণ, বাড়িঘরের ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে থাকা মৃতদেহ এবং যাদেরকে হাসপাতালে নেয়া সম্ভব হয়নি তারা এই হিসাবের মধ্যে নেই।

নিউজবিজয়২৪/এফএইচএন