ঢাকা ০২:১৬ পূর্বাহ্ন, রবিবার, ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন মা

  • নিউজ বিজয় ডেস্ক :-
  • প্রকাশিত সময় :- ১২:৫৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪
  • ৩৩৮ পড়া হয়েছে। নিউজবিজয় ২৪.কম-১৫ ডিসেম্বরে ৯ বছরে পর্দাপন

সোমবার (৮ জানুয়ারি) একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন এক মা। একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন রুমা আক্তার নামের এক গৃহবধূ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি সন্তান প্রসব করেন। সোমবার (৮ জানুয়ারি) সকাল ৯টা ৪০ মিনিটে তিনি প্রথম সন্তানের জন্ম দেন। এরপর একে একে মোট পাঁচ সন্তানের জন্ম দেন তিনি।

জানা গেছে, নবজাতকদের মধ্যে তিন ছেলে ও দুই মেয়ে। এদের মধ্যে একটি মেয়ে মৃত অবস্থায় জন্ম নিয়েছে। নবজাতকের ওজন কম হওয়ায় তাদের এনআইসিইউতে ভর্তি করা হয়েছে।
এর আগে রোববার (৭ জানুয়ারি) রাত আড়াইটার দিকে প্রসব ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন রুমা আক্তার।

ঢামেক হাসপাতালের গাইনি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক নাজমা হক বলেন, রবিবার রাত আড়াইটার দিকে ওই নারী আমাদের ২১২ নম্বর ওয়ার্ডে ভর্তি হন। পরে তিনি সকাল ৯টা ৪০ মিনিটের দিকে নরমাল ডেলিভারির মাধ্যমে একে একে পাঁচটি সন্তানের জন্ম দেন। নবজাতকদের মধ্যে তিনটি ছেলে ও দুটি মেয়ে। এদের মধ্যে একটি মেয়ে মৃত অবস্থায় জন্ম হয়। বাকি চার নবজাতককে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

তিনি আরো বলেন, নবজাতকরা নির্দিষ্ট সময়ের আগেই জন্ম হয়েছে। তাদের ওজনও কম হওয়ায় নবজাতক বিভাগের এনআইসিইউতে রাখা হয়েছে। রুমা আক্তারকে ২১৪ নম্বর ওয়ার্ডে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

রুমা আক্তারের বড় ভাই আলামিন বলেন, আমার বোনের শ্বশুরবাড়ি চাঁদপুর জেলার সদর এলাকায়। আমার বোনজামাই সৌদি প্রবাসী। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) চাকরি করি। বেশ কিছুদিন আগে তার শ্বশুরবাড়ি থেকে আমার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টারে এনে রেখেছি। পরে রবিবার রাতে তার প্রসব বেদনা উঠলে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। এখানে আমার বোন একে একে তিন ছেলে ও দুই মেয়ের জন্ম দেয়।

তিনি বলেন, এদের মধ্যে জন্মের সময়েই এক মেয়ে নবজাতক মারা যায়। বর্তমানে তিন ছেলে ও এক মেয়ে নবজাতকের ওজন কম হওয়ায় এনআইসিইউতে ভর্তি রয়েছে। আর আমার বোন ২১৪ নম্বর ওয়ার্ডে ভর্তি আছে।
আরও পড়ুন>>প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন ঢাকায় নিযুক্ত ১৯ দেশের রাষ্ট্রদূত

নিউজবিজয়২৪/এফএইচএন

👉 নিউজবিজয় ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন ✅

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন।

NewsBijoy24.Com

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

ইতিহাসের এই দিনে: ৫ মে : ২০২৪

একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন মা

প্রকাশিত সময় :- ১২:৫৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪

সোমবার (৮ জানুয়ারি) একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন এক মা। একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন রুমা আক্তার নামের এক গৃহবধূ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি সন্তান প্রসব করেন। সোমবার (৮ জানুয়ারি) সকাল ৯টা ৪০ মিনিটে তিনি প্রথম সন্তানের জন্ম দেন। এরপর একে একে মোট পাঁচ সন্তানের জন্ম দেন তিনি।

জানা গেছে, নবজাতকদের মধ্যে তিন ছেলে ও দুই মেয়ে। এদের মধ্যে একটি মেয়ে মৃত অবস্থায় জন্ম নিয়েছে। নবজাতকের ওজন কম হওয়ায় তাদের এনআইসিইউতে ভর্তি করা হয়েছে।
এর আগে রোববার (৭ জানুয়ারি) রাত আড়াইটার দিকে প্রসব ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন রুমা আক্তার।

ঢামেক হাসপাতালের গাইনি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক নাজমা হক বলেন, রবিবার রাত আড়াইটার দিকে ওই নারী আমাদের ২১২ নম্বর ওয়ার্ডে ভর্তি হন। পরে তিনি সকাল ৯টা ৪০ মিনিটের দিকে নরমাল ডেলিভারির মাধ্যমে একে একে পাঁচটি সন্তানের জন্ম দেন। নবজাতকদের মধ্যে তিনটি ছেলে ও দুটি মেয়ে। এদের মধ্যে একটি মেয়ে মৃত অবস্থায় জন্ম হয়। বাকি চার নবজাতককে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

তিনি আরো বলেন, নবজাতকরা নির্দিষ্ট সময়ের আগেই জন্ম হয়েছে। তাদের ওজনও কম হওয়ায় নবজাতক বিভাগের এনআইসিইউতে রাখা হয়েছে। রুমা আক্তারকে ২১৪ নম্বর ওয়ার্ডে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

রুমা আক্তারের বড় ভাই আলামিন বলেন, আমার বোনের শ্বশুরবাড়ি চাঁদপুর জেলার সদর এলাকায়। আমার বোনজামাই সৌদি প্রবাসী। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) চাকরি করি। বেশ কিছুদিন আগে তার শ্বশুরবাড়ি থেকে আমার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টারে এনে রেখেছি। পরে রবিবার রাতে তার প্রসব বেদনা উঠলে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। এখানে আমার বোন একে একে তিন ছেলে ও দুই মেয়ের জন্ম দেয়।

তিনি বলেন, এদের মধ্যে জন্মের সময়েই এক মেয়ে নবজাতক মারা যায়। বর্তমানে তিন ছেলে ও এক মেয়ে নবজাতকের ওজন কম হওয়ায় এনআইসিইউতে ভর্তি রয়েছে। আর আমার বোন ২১৪ নম্বর ওয়ার্ডে ভর্তি আছে।
আরও পড়ুন>>প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন ঢাকায় নিযুক্ত ১৯ দেশের রাষ্ট্রদূত

নিউজবিজয়২৪/এফএইচএন