ঢাকা ০২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

ইতিহাসের এই দিনে: ২৬শে জুন-২০২২

১৯৯২ সালের এই দিনে বাংলাদেশের কাছে ভারত ৩ বিঘা করিডর হস্তান্তর করে।

জ  রোববার, ২৬শে জুন ২০২২ ইংরেজি, ১২ আষাঢ় ১৪২৯ বাংলা, ২৪ জিলকদ ১৪৪৩ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো-। ইতিহাসে আজকের এই দিনে ঘটে গেছে উল্লেখযোগ্য অনেক ঘটনা। এক নজরে দেখে নিন আজকের দিনের বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়-

আজকের ঘটনাবলি:

১২৮৪ – কিংবদন্তীর হ্যামিলন এর বংশিবাদক ১৩০ শিশুকে নিয়ে হারিয়ে জান।
১৪৮৩ – রাজা ৩য় রিচার্ড ইংল্যান্ড এর রাজা হন।
১৫৩৯ – চৌসারের যুদ্ধে শের শাহের কাছে হুমায়ুন পরাজিত হন।
১৮১৯ – বাই সাইকেল এর পেটেন্ট করা হয়।
১৮৩০ – রাজা চতুর্থ উইলিয়ামের ব্রিটিশ সিংহাসনে আরোহণ।
১৮৪২ – ইংরেজ সৈন্য চীনের সাংহাই বন্দর অধিকার করে।
১৮৪৭ – লাইবেরিয়া স্বাধীনতা ঘোষণা করে।
১৮৪৮ – আমেরিকায় খাদ্য আইন চালু হয়।
১৮৯৪ – কার্ল বেঞ্জ গ্যাসোলিনচালিত গাড়ির প্যাটেন্ট পান।
১৮৯৬ – আমেরিকায় প্রথম সিনেমা হল চালু হয়।
১৯২৪ – মার্কিন সেনাবাহিনী ডোমিনিকান রিপাবলিক ত্যাগ করে।
১৯৩৪ – প্রথম বারের মত ব্যবহারিক হেলিকপ্টারফক উল্ফ এফ ডাব্লিউ ৬১ আকাশে উড়ে।
১৯৪১ – ফিনল্যান্ড দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেয়।
১৯৪৫ – সানফ্রান্সিসকোতে জাতিসংঘ প্রতিষ্ঠায় বিশ্ব নিরাপত্তা সনদে ৫০টি দেশের প্রতিনিধিদের স্বাক্ষর।
১৯৪৫ – ব্রিটেনের লেবার পার্টি জয়লাভ করার পর উইনস্টন চার্চিল ক্ষমতা থেকে সরে দাঁড়ান।
১৯৪৮ – পশ্চিমা জোট বার্লিন এ এয়ার লিফট দেয়া শুরু করে যখন সোভিয়েত ইউনিয়ন পশ্চিম বার্লিন অবরুদ্ধ করে দেয়।
১৯৫২ – মিসরের রাজা ফারুক তার ছেলে ফুয়াদের কাছে ক্ষমতা হস্তান্তর করেন।
১৯৫৭ – গুয়েতেমালার একনায়ক কার্লোস ক্যাস্টিলো আরমাস নিহত হন।
১৯৫৯ – উত্তর আমেরিকার মহাসাগর গামী জাহাজ এর জন্য সেইন্ট লরেন্স সি-ওয়ে খুলে দেয়া হয়।
১৯৬০ – সোমালিল্যান্ড ইংরেজদের কাছ থেকে স্বাধীনতা পায়।
১৯৬০ – গণপ্রজাতন্ত্রী মালাগাছি নামে মাদাগাস্কারের স্বাধীনতা লাভ।
১৯৭৪ – প্রথম বারের মত বারকোড ব্যবহার করে কোন খুচরা পন্য বিক্রয় হয়। পন্যটি ছিল চিবানোর গাম।
১৯৭৬ – সি এন টাওয়ার যেটি তৎকালীন পৃথিবীর উঁচুতম ভবন, খুলে দেয়া হয়।
১৯৭৭ – এলভিস প্রিসলি শেষ কনসার্ট করেন।
১৯৭৮ – উইনিপেগ এর উদ্দেশ্যে যাত্রা করা এয়ার কানাডা ফ্লাইট ১৮৯ বিধ্বস্ত হয়।
১৯৭৮ – দক্ষিণ ইয়েমেনে সামরিক অভ্যুত্থান ঘটে।
১৯৭৯ – কিংবদন্তীর মুষ্ঠিযোদ্ধা মোহাম্মাদ আলী অবসর গ্রহণ করেন।
১৯৯১ – রবীন্দ্রনাথ ঠাকুরের প্রায় ৪০০ পৃষ্ঠার পান্ডুলিপি লন্ডনে নিলামে উঠলে ভারত সরকার ২৬,৬০০ পাউন্ড দামে তা কিনে নেয়।
১৯৯২ – বাংলাদেশের কাছে ভারতের ৩ বিঘা করিডর হস্তান্তর।
২০০০ – এই দিন বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার স্থায়ী সদস্যপদ লাভ করে।

জন্ম:
১৫৭৫ – ডেনমার্ক ও নরওয়ের রানি অ্যান ক্যাথরিন।
১৮৩৮ – ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
১৮৫৬ – প্রখ্যাত আইরিশ লেখক জর্জ বার্নার্ড শ’।
১৮৮৫ – সুইস মনোবিদ ও চিকিৎসক কার্ল গুস্তাফ ইয়ুং।
১৮৯২ – নোবেলজয়ী (১৯৩৮) মার্কিন কথাসাহিত্যিক পার্ল এস. বাক।

মৃত্যু:
১৫৪১ – পেরু বিজয়ী স্পেনীয় বীর ফ্রানথিস্কো পিথাররো।
১৮৩০ – ইংল্যান্ডের রাজা চতুর্থ জর্জ।
১৯০২ – ইংল্যান্ডের তৃতীয় হেনরির স্ত্রী ইলিয়েনর।
১৯৯৪ – শহীদ জননী জাহানারা ইমাম।
২০০৪ – ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের চরমপত্রখ্যাত এম আর আখতার মুকুল।

দিবস:
আন্তর্জাতিক নির্যাতনবিরোধী দিবস।
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস।

নিউজবিজয়/এফএইচএন

👉 নিউজবিজয় ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন ✅

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন।

NewsBijoy24.Com

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ

ইতিহাসের এই দিনে: ২৬শে জুন-২০২২

প্রকাশিত সময় :- ১২:০০:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুন ২০২২

জ  রোববার, ২৬শে জুন ২০২২ ইংরেজি, ১২ আষাঢ় ১৪২৯ বাংলা, ২৪ জিলকদ ১৪৪৩ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো-। ইতিহাসে আজকের এই দিনে ঘটে গেছে উল্লেখযোগ্য অনেক ঘটনা। এক নজরে দেখে নিন আজকের দিনের বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়-

আজকের ঘটনাবলি:

১২৮৪ – কিংবদন্তীর হ্যামিলন এর বংশিবাদক ১৩০ শিশুকে নিয়ে হারিয়ে জান।
১৪৮৩ – রাজা ৩য় রিচার্ড ইংল্যান্ড এর রাজা হন।
১৫৩৯ – চৌসারের যুদ্ধে শের শাহের কাছে হুমায়ুন পরাজিত হন।
১৮১৯ – বাই সাইকেল এর পেটেন্ট করা হয়।
১৮৩০ – রাজা চতুর্থ উইলিয়ামের ব্রিটিশ সিংহাসনে আরোহণ।
১৮৪২ – ইংরেজ সৈন্য চীনের সাংহাই বন্দর অধিকার করে।
১৮৪৭ – লাইবেরিয়া স্বাধীনতা ঘোষণা করে।
১৮৪৮ – আমেরিকায় খাদ্য আইন চালু হয়।
১৮৯৪ – কার্ল বেঞ্জ গ্যাসোলিনচালিত গাড়ির প্যাটেন্ট পান।
১৮৯৬ – আমেরিকায় প্রথম সিনেমা হল চালু হয়।
১৯২৪ – মার্কিন সেনাবাহিনী ডোমিনিকান রিপাবলিক ত্যাগ করে।
১৯৩৪ – প্রথম বারের মত ব্যবহারিক হেলিকপ্টারফক উল্ফ এফ ডাব্লিউ ৬১ আকাশে উড়ে।
১৯৪১ – ফিনল্যান্ড দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেয়।
১৯৪৫ – সানফ্রান্সিসকোতে জাতিসংঘ প্রতিষ্ঠায় বিশ্ব নিরাপত্তা সনদে ৫০টি দেশের প্রতিনিধিদের স্বাক্ষর।
১৯৪৫ – ব্রিটেনের লেবার পার্টি জয়লাভ করার পর উইনস্টন চার্চিল ক্ষমতা থেকে সরে দাঁড়ান।
১৯৪৮ – পশ্চিমা জোট বার্লিন এ এয়ার লিফট দেয়া শুরু করে যখন সোভিয়েত ইউনিয়ন পশ্চিম বার্লিন অবরুদ্ধ করে দেয়।
১৯৫২ – মিসরের রাজা ফারুক তার ছেলে ফুয়াদের কাছে ক্ষমতা হস্তান্তর করেন।
১৯৫৭ – গুয়েতেমালার একনায়ক কার্লোস ক্যাস্টিলো আরমাস নিহত হন।
১৯৫৯ – উত্তর আমেরিকার মহাসাগর গামী জাহাজ এর জন্য সেইন্ট লরেন্স সি-ওয়ে খুলে দেয়া হয়।
১৯৬০ – সোমালিল্যান্ড ইংরেজদের কাছ থেকে স্বাধীনতা পায়।
১৯৬০ – গণপ্রজাতন্ত্রী মালাগাছি নামে মাদাগাস্কারের স্বাধীনতা লাভ।
১৯৭৪ – প্রথম বারের মত বারকোড ব্যবহার করে কোন খুচরা পন্য বিক্রয় হয়। পন্যটি ছিল চিবানোর গাম।
১৯৭৬ – সি এন টাওয়ার যেটি তৎকালীন পৃথিবীর উঁচুতম ভবন, খুলে দেয়া হয়।
১৯৭৭ – এলভিস প্রিসলি শেষ কনসার্ট করেন।
১৯৭৮ – উইনিপেগ এর উদ্দেশ্যে যাত্রা করা এয়ার কানাডা ফ্লাইট ১৮৯ বিধ্বস্ত হয়।
১৯৭৮ – দক্ষিণ ইয়েমেনে সামরিক অভ্যুত্থান ঘটে।
১৯৭৯ – কিংবদন্তীর মুষ্ঠিযোদ্ধা মোহাম্মাদ আলী অবসর গ্রহণ করেন।
১৯৯১ – রবীন্দ্রনাথ ঠাকুরের প্রায় ৪০০ পৃষ্ঠার পান্ডুলিপি লন্ডনে নিলামে উঠলে ভারত সরকার ২৬,৬০০ পাউন্ড দামে তা কিনে নেয়।
১৯৯২ – বাংলাদেশের কাছে ভারতের ৩ বিঘা করিডর হস্তান্তর।
২০০০ – এই দিন বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার স্থায়ী সদস্যপদ লাভ করে।

জন্ম:
১৫৭৫ – ডেনমার্ক ও নরওয়ের রানি অ্যান ক্যাথরিন।
১৮৩৮ – ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
১৮৫৬ – প্রখ্যাত আইরিশ লেখক জর্জ বার্নার্ড শ’।
১৮৮৫ – সুইস মনোবিদ ও চিকিৎসক কার্ল গুস্তাফ ইয়ুং।
১৮৯২ – নোবেলজয়ী (১৯৩৮) মার্কিন কথাসাহিত্যিক পার্ল এস. বাক।

মৃত্যু:
১৫৪১ – পেরু বিজয়ী স্পেনীয় বীর ফ্রানথিস্কো পিথাররো।
১৮৩০ – ইংল্যান্ডের রাজা চতুর্থ জর্জ।
১৯০২ – ইংল্যান্ডের তৃতীয় হেনরির স্ত্রী ইলিয়েনর।
১৯৯৪ – শহীদ জননী জাহানারা ইমাম।
২০০৪ – ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের চরমপত্রখ্যাত এম আর আখতার মুকুল।

দিবস:
আন্তর্জাতিক নির্যাতনবিরোধী দিবস।
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস।

নিউজবিজয়/এফএইচএন