ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ইতিহাসের এই দিনে: ২০ অক্টোবর-২০২২

জ বৃহস্পতিবার ১৯অক্টোবর ২০২২ ইংরেজি, ৪ কার্তিক ১৪২৯ বাংলা, ২২ রবিউল আউয়াল ১৪৪৪ হিজরি।  ইতিহাসে আজকের এই দিনে ঘটে গেছে উল্লেখযোগ্য অনেক ঘটনা। এক নজরে দেখে নিন আজকের দিনের বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়-

আজকের ঘটনাবলি:

৪৮০ – এথেন্স পোতাশ্রয়ের নিকটবর্তী সাগরে মালমিসের যুদ্ধ শুরু হয়।
১৮১৮ – ব্রিটেন ও আমেরিকার মধ্যে সম্পাদিত এক চুক্তি বলে ৪৯ ডিগ্রি অক্ষরেখাকে আমেরিকা ও কানাডার সীমানা হিসাবে নির্ধারণ করা হয়।
১৮২৭ – ভূমধ্যসাগরের উত্তরাঞ্চলীয় নভারুন নামক উপসাগরে সমুদ্রযুদ্ধ সংঘটিত হয়।
১৮৫৪ – অবিভক্ত বাংলায় প্রথম ডাকটিকিট বিক্রি শুরু হয়। ডাকটিকিটের চিত্রশিল্পী ছিলেন নুমারউদ্দীন।
১৯২২ – ইতালিতে বেনিতো মুসোলিনি ক্ষমতা দখল করেন।
১৯৪৪ – গুয়াতেমালায় গণ-অভ্যুত্থানে প্রতিক্রিয়াশীল একনায়কতন্ত্রের অবসান ঘটে।
১৯৪৪ – সোভিয়েট ইউনিয়নের বাহিনীর সাহায্যে যুগোশ্লাভিয়ার বাহিনী বেলগ্রেড মুক্ত করে।
১৯৪৫ – দ্বিতীয় বিশ্ব যুদ্ধ শেষের পর মধ্যপ্রাচ্য অঞ্চলে বার বার অভ্যন্তরীন সংঘর্ষ ঘটে । পুণ্যভূমির জন্যে সংগ্রাম চালানোর সঙ্গে সঙ্গে আরব দেশগুলো একীকরণ করতে চায় । মিশর, সিরিয়া, ইরাক, লেবানন নিয়ে আরব লীগ গঠন করা হয় ।
১৯৬২ – নতুন করে ভারত-চীন সংঘর্ষের সূত্রপাত হয়।
১৯৬৩ – মার্কিন যুক্তরাষ্ট্র কিউবায় পণ্য রপ্তানি নিষিদ্ধ করে।
১৯৬৪ – আফগানিস্তানের পার্লামেন্ট নতুন সংবিধান অনুমোদন করে।
১৯৭০ – সোভিয়েত রকেট লুনা-১৬ চন্দ্রপৃষ্ঠে অবতরণ করে।
১৯৭১ – ভারত-যুগোস্লাভিয়ার যুক্ত ইশতেহারে রাজনৈতিক সমাধানের ওপর জোর দেওয়া হয়। প্রেসিডেন্ট টিটো উপমহাদেশে শান্তি ও স্থিতিশীলতার জন্য শেখ মুজিবের মুক্তির ওপর গুরুত্ব আরোপ করেন।
১৯৯১ – ভয়াবহ ভূমিকম্পে ভারতের উত্তর প্রদেশের তিনটি জেলায় সহস্রাধিক লোকের প্রাণহানি ঘটে।
১৯৯২ – আহসান মঞ্জিল জাদুঘর উদ্বোধন করা হয়।
১৯৯৬ – অন্ধ প্রদেশে বন্যায় ৩০০ গ্রাম ডুবে যায় ও ২০০ জন মারা যায়।

জন্ম:
১৭৮৬ – উইলিয়াম কেরির পুত্র ও বাংলা ভাষায় বিজ্ঞানবিষয়ক রচনার পথিকৃৎ এবং এনসাইকোপিডিয়া ব্রিটানিকার পঞ্চম সংস্করণের বঙ্গানুবাদক ফেলিক্স কেরি জন্মগ্রহন করেন।
১৮২২ – লেখক টমাস হিউজ জন্মগ্রহন করেন।
১৮৫৯ – দার্শনিক ও শিক্ষাতাত্ত্বিক জন ডিউয়ি জন্মগ্রহন করেন।
১৮৭১ – কবি, সঙ্গীতশিল্পী ও সুরকার অতুলপ্রসাদ সেন জন্মগ্রহন করেন।
১৮৮৭ – বিশিষ্ট সাহিত্যিক, সাংবাদিক ও মার্কিন কমিউনিস্ট পার্টির অন্যতম নেতা প্রতিষ্ঠাতা জন রিড জন্মগ্রহন করেন।
১৮৯১ – নিউট্রনের আবিষ্কারক জেমস চ্যাডউইক জন্মগ্রহণ করেন।
১৯০৭ – ইংরেজ লেখক ও সমালোচক ক্রিস্টোফার কডওয়েল জন্মগ্রহণ করেন।
১৯৩৯ – কবি ওমর আলী জন্মগ্রহন করেন।

১৯৬৭ – বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ লেখক ও ঔপন্যাসিক মনিকা আলী জন্মগ্রহন করেন।

মৃত্যু:
৯০৯ – ইসলামি ফেকাহ শাস্ত্রবিদ মোহাম্মদ ইবনে দাউদ জাহেরি মৃত্যুবরণ করেন।
১৮৫৪ – ফরাসি কবি জ্যাঁ আর্তুর র‌্যাবো মৃত্যুবরণ করেন।
১৮৯০ – পর্যটক ও লেখক স্যার রিচার্ড বার্টন মৃত্যুবরণ করেন।
১৯৬৪ – মার্কিন যুক্তরাষ্ট্রের ৩১তম রাষ্ট্রপতি হার্বার্ট হুভার মারা যান।
১৯৮৬ – ছান্দসিক ও রবীন্দ্রবিশেষজ্ঞ প্রবোধচন্দ্র সেন মৃত্যুবরণ করেন।
১৯৯২ – চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক কাজী জহির মৃত্যুবরণ করেন।
১৯৯৪ – কমিউনিস্ট নেতা বারীন দত্ত মৃত্যুবরণ করেন।
২০১২ – বাংলাদেশের ভাষা আন্দোলনের ভাষা সৈনিক অলি আহাদ মৃত্যুবরণ করেন।

নিউজবিজয়২৪/এফএইচএন

👉 নিউজবিজয় ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন ✅

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন।

NewsBijoy24.Com

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

গ্রামে লোডশেডিং না করার নির্দেশ প্রধানমন্ত্রীর

ইতিহাসের এই দিনে: ২০ অক্টোবর-২০২২

প্রকাশিত সময় :- ১২:০০:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২

জ বৃহস্পতিবার ১৯অক্টোবর ২০২২ ইংরেজি, ৪ কার্তিক ১৪২৯ বাংলা, ২২ রবিউল আউয়াল ১৪৪৪ হিজরি।  ইতিহাসে আজকের এই দিনে ঘটে গেছে উল্লেখযোগ্য অনেক ঘটনা। এক নজরে দেখে নিন আজকের দিনের বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়-

আজকের ঘটনাবলি:

৪৮০ – এথেন্স পোতাশ্রয়ের নিকটবর্তী সাগরে মালমিসের যুদ্ধ শুরু হয়।
১৮১৮ – ব্রিটেন ও আমেরিকার মধ্যে সম্পাদিত এক চুক্তি বলে ৪৯ ডিগ্রি অক্ষরেখাকে আমেরিকা ও কানাডার সীমানা হিসাবে নির্ধারণ করা হয়।
১৮২৭ – ভূমধ্যসাগরের উত্তরাঞ্চলীয় নভারুন নামক উপসাগরে সমুদ্রযুদ্ধ সংঘটিত হয়।
১৮৫৪ – অবিভক্ত বাংলায় প্রথম ডাকটিকিট বিক্রি শুরু হয়। ডাকটিকিটের চিত্রশিল্পী ছিলেন নুমারউদ্দীন।
১৯২২ – ইতালিতে বেনিতো মুসোলিনি ক্ষমতা দখল করেন।
১৯৪৪ – গুয়াতেমালায় গণ-অভ্যুত্থানে প্রতিক্রিয়াশীল একনায়কতন্ত্রের অবসান ঘটে।
১৯৪৪ – সোভিয়েট ইউনিয়নের বাহিনীর সাহায্যে যুগোশ্লাভিয়ার বাহিনী বেলগ্রেড মুক্ত করে।
১৯৪৫ – দ্বিতীয় বিশ্ব যুদ্ধ শেষের পর মধ্যপ্রাচ্য অঞ্চলে বার বার অভ্যন্তরীন সংঘর্ষ ঘটে । পুণ্যভূমির জন্যে সংগ্রাম চালানোর সঙ্গে সঙ্গে আরব দেশগুলো একীকরণ করতে চায় । মিশর, সিরিয়া, ইরাক, লেবানন নিয়ে আরব লীগ গঠন করা হয় ।
১৯৬২ – নতুন করে ভারত-চীন সংঘর্ষের সূত্রপাত হয়।
১৯৬৩ – মার্কিন যুক্তরাষ্ট্র কিউবায় পণ্য রপ্তানি নিষিদ্ধ করে।
১৯৬৪ – আফগানিস্তানের পার্লামেন্ট নতুন সংবিধান অনুমোদন করে।
১৯৭০ – সোভিয়েত রকেট লুনা-১৬ চন্দ্রপৃষ্ঠে অবতরণ করে।
১৯৭১ – ভারত-যুগোস্লাভিয়ার যুক্ত ইশতেহারে রাজনৈতিক সমাধানের ওপর জোর দেওয়া হয়। প্রেসিডেন্ট টিটো উপমহাদেশে শান্তি ও স্থিতিশীলতার জন্য শেখ মুজিবের মুক্তির ওপর গুরুত্ব আরোপ করেন।
১৯৯১ – ভয়াবহ ভূমিকম্পে ভারতের উত্তর প্রদেশের তিনটি জেলায় সহস্রাধিক লোকের প্রাণহানি ঘটে।
১৯৯২ – আহসান মঞ্জিল জাদুঘর উদ্বোধন করা হয়।
১৯৯৬ – অন্ধ প্রদেশে বন্যায় ৩০০ গ্রাম ডুবে যায় ও ২০০ জন মারা যায়।

জন্ম:
১৭৮৬ – উইলিয়াম কেরির পুত্র ও বাংলা ভাষায় বিজ্ঞানবিষয়ক রচনার পথিকৃৎ এবং এনসাইকোপিডিয়া ব্রিটানিকার পঞ্চম সংস্করণের বঙ্গানুবাদক ফেলিক্স কেরি জন্মগ্রহন করেন।
১৮২২ – লেখক টমাস হিউজ জন্মগ্রহন করেন।
১৮৫৯ – দার্শনিক ও শিক্ষাতাত্ত্বিক জন ডিউয়ি জন্মগ্রহন করেন।
১৮৭১ – কবি, সঙ্গীতশিল্পী ও সুরকার অতুলপ্রসাদ সেন জন্মগ্রহন করেন।
১৮৮৭ – বিশিষ্ট সাহিত্যিক, সাংবাদিক ও মার্কিন কমিউনিস্ট পার্টির অন্যতম নেতা প্রতিষ্ঠাতা জন রিড জন্মগ্রহন করেন।
১৮৯১ – নিউট্রনের আবিষ্কারক জেমস চ্যাডউইক জন্মগ্রহণ করেন।
১৯০৭ – ইংরেজ লেখক ও সমালোচক ক্রিস্টোফার কডওয়েল জন্মগ্রহণ করেন।
১৯৩৯ – কবি ওমর আলী জন্মগ্রহন করেন।

১৯৬৭ – বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ লেখক ও ঔপন্যাসিক মনিকা আলী জন্মগ্রহন করেন।

মৃত্যু:
৯০৯ – ইসলামি ফেকাহ শাস্ত্রবিদ মোহাম্মদ ইবনে দাউদ জাহেরি মৃত্যুবরণ করেন।
১৮৫৪ – ফরাসি কবি জ্যাঁ আর্তুর র‌্যাবো মৃত্যুবরণ করেন।
১৮৯০ – পর্যটক ও লেখক স্যার রিচার্ড বার্টন মৃত্যুবরণ করেন।
১৯৬৪ – মার্কিন যুক্তরাষ্ট্রের ৩১তম রাষ্ট্রপতি হার্বার্ট হুভার মারা যান।
১৯৮৬ – ছান্দসিক ও রবীন্দ্রবিশেষজ্ঞ প্রবোধচন্দ্র সেন মৃত্যুবরণ করেন।
১৯৯২ – চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক কাজী জহির মৃত্যুবরণ করেন।
১৯৯৪ – কমিউনিস্ট নেতা বারীন দত্ত মৃত্যুবরণ করেন।
২০১২ – বাংলাদেশের ভাষা আন্দোলনের ভাষা সৈনিক অলি আহাদ মৃত্যুবরণ করেন।

নিউজবিজয়২৪/এফএইচএন