ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
আজকের ঘটনাবলি:

ইতিহাসের এই দিনে: বুধবার,২৭ জুলাই-২০২২

১৯৩১ সালের এই দিনে বাংলা লোক সঙ্গীতের কণ্ঠশিল্পী আব্দুল আলীম জন্মগ্রহণ করেন।

জ বুধবার,২৭ জুলাই ২০২২ ইংরেজি, ১২ শ্রাবণ ১৪২৯ বাংলা, ২৭ জিলহজ ১৪৪৩ হিজরি।ইতিহাসে আজকের এই দিনে ঘটে গেছে উল্লেখযোগ্য অনেক ঘটনা। এক নজরে দেখে নিন আজকের দিনের বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়-

আজকের ঘটনাবলি:

১৬৫৬ – ওয়ারশ যুদ্ধ শুরু এবং সুইডেনের পোল্যান্ড দখল।
১৬৯৪ – ব্যাংক অব ইংল্যান্ড অনুমোদন লাভ করে।
১৭৬১ – পানি পথের তৃতীয় যুদ্ধ সংঘটিত হয়।
১৭৭২ – পোল্যান্ডকে বিভক্ত করার জন্য ইউরোপের তিনটি বৃহৎ শক্তির মধ্যে প্রথম চুক্তি স্বাক্ষরিত হয় ।
১৭৯৪ – ফ্রান্সে ম্যাক্সিমিলিয়োন রোবিস পিয়ের ও তার সমর্থকদের ফাঁসি দেয়ার পর দেশটির উত্তেজনাকর পরিস্থিতির অবসান ঘটে ।
১৮৬৮ – আটলান্টিক টেলিগ্রাফ কেবল স্থাপনের কাজ শেষ করে।
১৮৮৯ – ভারতীয় জাতীয় কংগ্রেসের ব্রিটিশ ইন্ডিয়া শাখা গঠিত হয়।
১৯০৮ – লন্ডনে চতুর্থ অলিম্পিক প্রতিযোগিতা শুরু হয়।
১৯২০ – বিমান চালনার জন্য প্রথম রেডিও কম্পাস ব্যবহার শুরু।
১৯২১ – টরন্টো বিশ্ববিদ্যালয়ের গবেষকদলের প্রধান বায়োকেমিস্ট ফ্রেডরিখ বেন্টিং হরমোন ইনসুলিন আবিষ্কারের ঘোষণা দেন।
১৯৪১ – জার্মান বাহিনী ইউক্রেনে প্রবেশ করে।
১৯৫৩ – কোরিয়া যুদ্ধের অবসান ঘটেছিল এই দিন। আমেরিকা, চীন, উত্তর কোরিয়ার সন্ধি চুক্তির মাধ্যমে।
১৯৫৫ – অস্ট্রিয়া পুনরায় স্বাধীনতা লাভ করে।
১৯৭১ – প্রশাসনের সুবিধার্থে মুজিবনগর সরকার সমগ্র দেশকে ৯টি অঞ্চলে ভাগ করে।
১৯৮৭ – ভারত-শ্রীলংকা শান্তি চুক্তি স্বাক্ষর।
২০০৫ – আরব সাগরে ভারতের একটি তেল ও গ্যাস উত্তলন মঞ্চ অগ্নিকান্ডে ধ্বংস হয়ে।
২০০৭ – ঢাকা-মিয়ানমার সরাসরি সড়ক যোগাযোগ চুক্তি স্বাক্ষর।

জন্ম:
১৬৬৭ – সুইজারল্যান্ডীয় গণিতবিদ ইয়োহান বার্নুয়ি।
১৮৩৫ – ইতালিয়ান লেখক (নোবেল পুরস্কারপ্রাপ্ত) জিউস্যু কার্ডুক্কি।
১৮৫৭ – প্রাচ্যবিদ ও জাদুঘর বিশেষজ্ঞ আর্নেস্ট টমসন ওয়ালিস।
১৮৮১ – নোবেলজয়ী জার্মান জৈবরসায়নবিদ হানস ফিশর।
১৯০৯ – বিশ্ববিখ্যাত অনুজীব বিজ্ঞানী ও গবেষক মোঃ মঞ্জুরুল ইসলাম।
১৯১৩ – ব্রিটিশবিরোধী ভারতের স্বাধীনতা আন্দোলনের নেত্রী কল্পনা দত্ত (যোশী)।
১৯৩১ – বাংলা লোক সঙ্গীতের কণ্ঠশিল্পী আব্দুল আলীম।

মৃত্যু:
১৮৪১ – রুশ কবি ও ঔপন্যাসিক মিখাইল লেরমন্তফ।
১৮৪৪ – আধুনিক ভৌতবিজ্ঞানের জনক জন ডাল্টন।
১৯৮০ – ইরানের শাহ মুহম্মদ রেজা পাহলভী।

নিউজবিজয়/এফএইচএন

👉 নিউজবিজয় ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন ✅

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন।

NewsBijoy24.Com

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

মে মাসের ১৭ দিনে এলো ১৩৬ কোটি ডলারের রেমিট্যান্স

আজকের ঘটনাবলি:

ইতিহাসের এই দিনে: বুধবার,২৭ জুলাই-২০২২

প্রকাশিত সময় :- ১২:০১:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৭ জুলাই ২০২২

জ বুধবার,২৭ জুলাই ২০২২ ইংরেজি, ১২ শ্রাবণ ১৪২৯ বাংলা, ২৭ জিলহজ ১৪৪৩ হিজরি।ইতিহাসে আজকের এই দিনে ঘটে গেছে উল্লেখযোগ্য অনেক ঘটনা। এক নজরে দেখে নিন আজকের দিনের বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়-

আজকের ঘটনাবলি:

১৬৫৬ – ওয়ারশ যুদ্ধ শুরু এবং সুইডেনের পোল্যান্ড দখল।
১৬৯৪ – ব্যাংক অব ইংল্যান্ড অনুমোদন লাভ করে।
১৭৬১ – পানি পথের তৃতীয় যুদ্ধ সংঘটিত হয়।
১৭৭২ – পোল্যান্ডকে বিভক্ত করার জন্য ইউরোপের তিনটি বৃহৎ শক্তির মধ্যে প্রথম চুক্তি স্বাক্ষরিত হয় ।
১৭৯৪ – ফ্রান্সে ম্যাক্সিমিলিয়োন রোবিস পিয়ের ও তার সমর্থকদের ফাঁসি দেয়ার পর দেশটির উত্তেজনাকর পরিস্থিতির অবসান ঘটে ।
১৮৬৮ – আটলান্টিক টেলিগ্রাফ কেবল স্থাপনের কাজ শেষ করে।
১৮৮৯ – ভারতীয় জাতীয় কংগ্রেসের ব্রিটিশ ইন্ডিয়া শাখা গঠিত হয়।
১৯০৮ – লন্ডনে চতুর্থ অলিম্পিক প্রতিযোগিতা শুরু হয়।
১৯২০ – বিমান চালনার জন্য প্রথম রেডিও কম্পাস ব্যবহার শুরু।
১৯২১ – টরন্টো বিশ্ববিদ্যালয়ের গবেষকদলের প্রধান বায়োকেমিস্ট ফ্রেডরিখ বেন্টিং হরমোন ইনসুলিন আবিষ্কারের ঘোষণা দেন।
১৯৪১ – জার্মান বাহিনী ইউক্রেনে প্রবেশ করে।
১৯৫৩ – কোরিয়া যুদ্ধের অবসান ঘটেছিল এই দিন। আমেরিকা, চীন, উত্তর কোরিয়ার সন্ধি চুক্তির মাধ্যমে।
১৯৫৫ – অস্ট্রিয়া পুনরায় স্বাধীনতা লাভ করে।
১৯৭১ – প্রশাসনের সুবিধার্থে মুজিবনগর সরকার সমগ্র দেশকে ৯টি অঞ্চলে ভাগ করে।
১৯৮৭ – ভারত-শ্রীলংকা শান্তি চুক্তি স্বাক্ষর।
২০০৫ – আরব সাগরে ভারতের একটি তেল ও গ্যাস উত্তলন মঞ্চ অগ্নিকান্ডে ধ্বংস হয়ে।
২০০৭ – ঢাকা-মিয়ানমার সরাসরি সড়ক যোগাযোগ চুক্তি স্বাক্ষর।

জন্ম:
১৬৬৭ – সুইজারল্যান্ডীয় গণিতবিদ ইয়োহান বার্নুয়ি।
১৮৩৫ – ইতালিয়ান লেখক (নোবেল পুরস্কারপ্রাপ্ত) জিউস্যু কার্ডুক্কি।
১৮৫৭ – প্রাচ্যবিদ ও জাদুঘর বিশেষজ্ঞ আর্নেস্ট টমসন ওয়ালিস।
১৮৮১ – নোবেলজয়ী জার্মান জৈবরসায়নবিদ হানস ফিশর।
১৯০৯ – বিশ্ববিখ্যাত অনুজীব বিজ্ঞানী ও গবেষক মোঃ মঞ্জুরুল ইসলাম।
১৯১৩ – ব্রিটিশবিরোধী ভারতের স্বাধীনতা আন্দোলনের নেত্রী কল্পনা দত্ত (যোশী)।
১৯৩১ – বাংলা লোক সঙ্গীতের কণ্ঠশিল্পী আব্দুল আলীম।

মৃত্যু:
১৮৪১ – রুশ কবি ও ঔপন্যাসিক মিখাইল লেরমন্তফ।
১৮৪৪ – আধুনিক ভৌতবিজ্ঞানের জনক জন ডাল্টন।
১৯৮০ – ইরানের শাহ মুহম্মদ রেজা পাহলভী।

নিউজবিজয়/এফএইচএন