ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

আবহাওয়া যেমন থাকবে ঈদের দিন

  • নিউজ বিজয় ডেস্ক :-
  • প্রকাশিত সময় :- ০৭:২২:০৯ অপরাহ্ন, বুধবার, ১০ এপ্রিল ২০২৪
  • ২৫৬ পড়া হয়েছে। নিউজবিজয় ২৪.কম-১৫ ডিসেম্বরে ৯ বছরে পর্দাপন

দেশের আকাশে বুধবার শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে বৃহস্পতিবার (১১ এপ্রিল) দেশে ঈদুল ফিতর উদযাপন হবে। কয়েকদিনে তাপপ্রবাহের পর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ঝড়বৃষ্টির ফলে জনজীবনে স্বস্তি দেখা গেছে। ঈদের দিনের আবহাওয়া কেমন থাকবে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সারাদেশে আজ দিনের আবহাওয়া মূলত শুষ্ক। রাতের তাপমাত্রাও থাকবে প্রায় একই। আজকের মতো আগামীকাল বৃহস্পতিবার ঈদের দিনেও আংশিক মেঘলা আকাশসহ দেশের আবহাওয়া মূলত শুষ্কই থাকতে পারে। বৃষ্টিপাতের আশঙ্কা নেই।
বুধবার (১০ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস এমনটাই বলছে।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, ভ্যাপসা গরমের কারণে ঈদের দিনে অস্বস্তি বাড়তে পারে।

তিনি জানান, ঈদের দিনে রাজধানীসহ দেশের কোথাও বৃষ্টি কিংবা কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা নেই। তবে ঢাকাসহ সারাদেশের আকাশ কিছুটা মেঘলা ও গুমোট আবহাওয়া থাকবে।

তিনি বলেন, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশের প্রভাবে পশ্চিমবঙ্গ এবং সংযুক্ত এলাকায় বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকবে। ফলে মেঘলা আকাশ ও গুমোট আবহাওয়ার কারণে গরমে অস্বস্তি অনুভূত হবে। কয়েকদিন এমন অবস্থা থাকার পর চলতি মাসের মাঝামাঝি সময়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

প্রসঙ্গত, আজ চুয়াডাঙ্গা, ফরিদপুর, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ কিছু জায়গায় কমে আসতে পারে।

আরও পড়ুন>>দেশের আকাশে চাঁদ দেখা গেছে

নিউজবিজয়২৪/এফএইচএন

👉 নিউজবিজয় ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন ✅

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন।

NewsBijoy24.Com

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

গরমে ফ্রিজের ঠান্ডা পানি ভালো নাকি ক্ষতিকর

আবহাওয়া যেমন থাকবে ঈদের দিন

প্রকাশিত সময় :- ০৭:২২:০৯ অপরাহ্ন, বুধবার, ১০ এপ্রিল ২০২৪

দেশের আকাশে বুধবার শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে বৃহস্পতিবার (১১ এপ্রিল) দেশে ঈদুল ফিতর উদযাপন হবে। কয়েকদিনে তাপপ্রবাহের পর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ঝড়বৃষ্টির ফলে জনজীবনে স্বস্তি দেখা গেছে। ঈদের দিনের আবহাওয়া কেমন থাকবে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সারাদেশে আজ দিনের আবহাওয়া মূলত শুষ্ক। রাতের তাপমাত্রাও থাকবে প্রায় একই। আজকের মতো আগামীকাল বৃহস্পতিবার ঈদের দিনেও আংশিক মেঘলা আকাশসহ দেশের আবহাওয়া মূলত শুষ্কই থাকতে পারে। বৃষ্টিপাতের আশঙ্কা নেই।
বুধবার (১০ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস এমনটাই বলছে।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, ভ্যাপসা গরমের কারণে ঈদের দিনে অস্বস্তি বাড়তে পারে।

তিনি জানান, ঈদের দিনে রাজধানীসহ দেশের কোথাও বৃষ্টি কিংবা কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা নেই। তবে ঢাকাসহ সারাদেশের আকাশ কিছুটা মেঘলা ও গুমোট আবহাওয়া থাকবে।

তিনি বলেন, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশের প্রভাবে পশ্চিমবঙ্গ এবং সংযুক্ত এলাকায় বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকবে। ফলে মেঘলা আকাশ ও গুমোট আবহাওয়ার কারণে গরমে অস্বস্তি অনুভূত হবে। কয়েকদিন এমন অবস্থা থাকার পর চলতি মাসের মাঝামাঝি সময়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

প্রসঙ্গত, আজ চুয়াডাঙ্গা, ফরিদপুর, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ কিছু জায়গায় কমে আসতে পারে।

আরও পড়ুন>>দেশের আকাশে চাঁদ দেখা গেছে

নিউজবিজয়২৪/এফএইচএন