ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

‘আওয়ামী লীগ মাঠে নামলে বিএনপির ক্ষমতার স্বপ্ন কর্পূরের মতো উড়ে যাবে’

  • নিউজ বিজয় ডেস্ক :-
  • প্রকাশিত সময় :- ০৯:২৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২
  • ৩০৭ পড়া হয়েছে। নিউজবিজয় ২৪.কম-১৫ ডিসেম্বরে ৯ বছরে পর্দাপন

বিএনপি মহাসিচব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশ্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ পালাবার দল নয়। বারবার শুধু পালানোর কথা বলছেন! স্বপ্ন দেখছেন ময়ূর সিংহাসন, সোনার হরিণ। আওয়ামী লীগ যখন মাঠে নামবে, তখন রঙিন খোয়াবের মতো এই স্বপ্ন কর্পূরের মতো উড়ে যাবে।

বৃহস্পতিবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় তিনি এ সব কথা বলেন। শোকাবহ আগস্ট উপলক্ষে আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচি যথাযথভাবে পালনের জন্য এই জরুরি সভা অনুষ্ঠিত হয়।

জ্বালানি তেল-গ্যাসের দাম বৃদ্ধির বিষয়টি সরকার ঘোষণার আগে দলীয় ফোরামে আলোচনা করেছেন কি-না এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, সরকারিভাবে এটার সিদ্ধান্ত হয়। এই বিদ্যুৎ মন্ত্রণালয়ের হেড কিন্তু প্রধানমন্ত্রী।

তিনি বলেন, সারা দুনিয়ার পরিস্থিতি, বাংলাদেশের সম্ভাব্য প্রতিক্রিয়া- সব কিছু জেনেশুনে এটা করা হয়েছে। আমরা আগেই বলেছি, বাধ্য হয়ে করেছি, নিরূপায় হয়েই জ্বালানির দাম বৃদ্ধি করেছি। মানুষকে আমরা কষ্ট দিতে চাইনি। কিন্তু আমাদের সামনে বিকল্প কোনো পথ খোলা ছিল না। যখনি বিশ্ববাজারে তেলের দাম কমবে, তখন আমরাও সেটা সমন্বয় করে নেব।

আওয়ামী লীগ সরকার চারবার তেল-গ্যাসের দাম কমিয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আজকে বিএনপি বড় বড় কথা বলে! তাদের সময়ে কী ছিল? বিদ্যুৎ ছিল না, ছিল খাম্বা। সকাল নাই, বিকেল নাই ১৩ থেকে ১৪ ঘণ্টা লোডশেডিং- এটা কি মিথ্যা? কোন মুখে তারা আজকে বিদ্যুৎ সম্পর্কে কথা বলে।

তিনি বলেন, আমরা শতভাগ বিদ্যুৎ দিয়েছি। বিশ্ব পরিস্থিতির কারণে আমাদের হাতে যখন সম্ভাবনাময় সময় আসবে তখন তো আমরা আমাদের প্রমিজ থেকে পিছিয়ে যাব না। আমাদের সিদ্ধান্ত থেকে পিছিয়ে যাব না।

যারা সরকারের পতন ঘটাতে চায় তাদের বিরুদ্ধে দলীয়ভাবে কোনো ব্যবস্থা নেবেন কি না- এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, কার বিরুদ্ধে ব্যবস্থা নেব? বিরোধী দল হিসেবে যদি তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করে, তাহলে আমরা সেখানে তাদের বাধা দেব কেন? এটা তো গণতন্ত্রের বিষয়। কিন্তু তারা যদি এই আন্দোলনের সঙ্গে সহিংসতার উপাদান যুক্ত করে আবারও যদি আগুন সন্ত্রাস নিয়ে মাঠে নামে, তাহলে কি আমরা নীরব হয়ে বসে থাকব? আমরা কি ঘরে বসে থাকব? আওয়ামী লীগের নেতাকর্মীরা কি আঙুল চুষবে? প্রতিরোধ করতে হবে, প্রতিবাদ করতে হবে। খেলা হবে, মোকাবিলা হবে। রাজপথে মোকাবেলা হবে।

নিউজবিজয়/এফএইচএন

👉 নিউজবিজয় ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন ✅

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন।

NewsBijoy24.Com

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

উপজেলা নয়, আগামীতে জেলাভিত্তিক প্রকল্প নেওয়া হবে: পরিকল্পনামন্ত্রী

‘আওয়ামী লীগ মাঠে নামলে বিএনপির ক্ষমতার স্বপ্ন কর্পূরের মতো উড়ে যাবে’

প্রকাশিত সময় :- ০৯:২৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২

বিএনপি মহাসিচব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশ্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ পালাবার দল নয়। বারবার শুধু পালানোর কথা বলছেন! স্বপ্ন দেখছেন ময়ূর সিংহাসন, সোনার হরিণ। আওয়ামী লীগ যখন মাঠে নামবে, তখন রঙিন খোয়াবের মতো এই স্বপ্ন কর্পূরের মতো উড়ে যাবে।

বৃহস্পতিবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় তিনি এ সব কথা বলেন। শোকাবহ আগস্ট উপলক্ষে আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচি যথাযথভাবে পালনের জন্য এই জরুরি সভা অনুষ্ঠিত হয়।

জ্বালানি তেল-গ্যাসের দাম বৃদ্ধির বিষয়টি সরকার ঘোষণার আগে দলীয় ফোরামে আলোচনা করেছেন কি-না এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, সরকারিভাবে এটার সিদ্ধান্ত হয়। এই বিদ্যুৎ মন্ত্রণালয়ের হেড কিন্তু প্রধানমন্ত্রী।

তিনি বলেন, সারা দুনিয়ার পরিস্থিতি, বাংলাদেশের সম্ভাব্য প্রতিক্রিয়া- সব কিছু জেনেশুনে এটা করা হয়েছে। আমরা আগেই বলেছি, বাধ্য হয়ে করেছি, নিরূপায় হয়েই জ্বালানির দাম বৃদ্ধি করেছি। মানুষকে আমরা কষ্ট দিতে চাইনি। কিন্তু আমাদের সামনে বিকল্প কোনো পথ খোলা ছিল না। যখনি বিশ্ববাজারে তেলের দাম কমবে, তখন আমরাও সেটা সমন্বয় করে নেব।

আওয়ামী লীগ সরকার চারবার তেল-গ্যাসের দাম কমিয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আজকে বিএনপি বড় বড় কথা বলে! তাদের সময়ে কী ছিল? বিদ্যুৎ ছিল না, ছিল খাম্বা। সকাল নাই, বিকেল নাই ১৩ থেকে ১৪ ঘণ্টা লোডশেডিং- এটা কি মিথ্যা? কোন মুখে তারা আজকে বিদ্যুৎ সম্পর্কে কথা বলে।

তিনি বলেন, আমরা শতভাগ বিদ্যুৎ দিয়েছি। বিশ্ব পরিস্থিতির কারণে আমাদের হাতে যখন সম্ভাবনাময় সময় আসবে তখন তো আমরা আমাদের প্রমিজ থেকে পিছিয়ে যাব না। আমাদের সিদ্ধান্ত থেকে পিছিয়ে যাব না।

যারা সরকারের পতন ঘটাতে চায় তাদের বিরুদ্ধে দলীয়ভাবে কোনো ব্যবস্থা নেবেন কি না- এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, কার বিরুদ্ধে ব্যবস্থা নেব? বিরোধী দল হিসেবে যদি তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করে, তাহলে আমরা সেখানে তাদের বাধা দেব কেন? এটা তো গণতন্ত্রের বিষয়। কিন্তু তারা যদি এই আন্দোলনের সঙ্গে সহিংসতার উপাদান যুক্ত করে আবারও যদি আগুন সন্ত্রাস নিয়ে মাঠে নামে, তাহলে কি আমরা নীরব হয়ে বসে থাকব? আমরা কি ঘরে বসে থাকব? আওয়ামী লীগের নেতাকর্মীরা কি আঙুল চুষবে? প্রতিরোধ করতে হবে, প্রতিবাদ করতে হবে। খেলা হবে, মোকাবিলা হবে। রাজপথে মোকাবেলা হবে।

নিউজবিজয়/এফএইচএন