ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

অপো ও ওয়ান প্লাস স্মার্টফোন বিক্রিতে নিষেধাজ্ঞা

  • নিউজ বিজয় ডেস্ক :-
  • প্রকাশিত সময় :- ০১:৫৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২
  • ৩০১ পড়া হয়েছে। নিউজবিজয় ২৪.কম-১৫ ডিসেম্বরে ৯ বছরে পর্দাপন

মোবাইল ফোন কোম্পানিগুলোর মধ্যে প্যাটেন্ট নিয়ে আইনি লড়াই করা নতুন কিছু না। এবার আইনি লড়াইয়ে হেরে মুখ থুবড়ে পড়ল আরও দুটি চিনা স্মার্টফোন কোম্পানি। জার্মানিতে আইনি সমস্যার সম্মুখীন অপো ও ওয়ান প্লাস। আদালতের সিদ্ধান্তে জার্মানিতে অপো ও ওয়ান প্লাস ফোন বিক্রি নিষিদ্ধ হয়েছে।

নকিয়ামোবডটনেট ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ম্যানহাইম স্থানীয় আদালত নকিয়ার পক্ষে রায় দিয়েছে। অপোর বিরুদ্ধে প্যাটেন্ট আইন ভঙ্গের অভিযোগ করেছিল নকিয়া। অপো ছাড়াও চিনা কম্পানি ওয়ান প্লাস-এর বিরুদ্ধেও একই অভিযোগ তুলেছিল ফিনল্যান্ডের কোম্পানিটি।

এই দুই সংস্থার বিরুদ্ধেই আদালতে জয় পেয়েছে নকিয়া। ২০২১ সালে এই দুই চিনা কোম্পানির সঙ্গে আলোচনায় সমাধান না পেয়ে চারটি দেশে আইনি পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছিল নকিয়া। আদালতের সিদ্ধান্তে জার্মানিতে অপো ও ওয়ান প্লাস ফোন বিক্রি নিষিদ্ধ হয়েছে।

এর ফলে জার্মানিতে অপো ও ওয়ান প্লাস ফোন বিক্রি করা যাবে না। ফলে জার্মানরা এই দুই ব্র্যান্ডের স্মার্টফোন ব্যবহার থেকে বঞ্চিত হবেন। আপাতত প্রথম মামলায় জয়ী হয়েছে নকিয়া। যদিও এই দুই কোম্পানির মধ্যে লম্বা আইনি লড়াই চলতে থাকবে। পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত অপো ও ওয়ান প্লাস ফোন বিক্রি বন্ধ থাকবে জার্মানিতে। অর্থাৎ পরবর্তী মামলার রায় অপো ও ওয়ান প্লাসের পক্ষে এলে সেদেশে ফের ফোন বিক্রি করতে পারবে চিনের কোম্পানিটি।

জানা গেছে, ২০২১ সালে অপোর বিরুদ্ধে প্যাটেন্ট লঙ্ঘনের অভিযোগ তুলেছিল নকিয়া। সেই সময় ফ্রান্স, জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতসহ ইউরোপ ও এশিয়ার একাধিক দেশে আইনি পদক্ষেপ নিয়েছিল ফিনল্যান্ডের কোম্পানিটি। নকিয়ার অভিযোগ কোনরকম অনুমতি ছাড়াও অপো স্মার্টফোনে ওয়াইফাই স্ক্যানিংয়ের এমন প্রযুক্তিও ব্যবহার হয়েছিল যে প্যাটেন্ট নকিয়ার দখলে রয়েছে।

নকিয়ার দাবি, এই বিষয়ে অপো তাদের নিরপেক্ষ ও ন্যায্য দাবি প্রত্যাখ্যান করেছে। আমরা অপোর সঙ্গে চুক্তি নবীকরণের জন্য আলোচনা করেছিলাম। দুর্ভাগ্যবশত, সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল অপো। এর পরেও আমরা বন্ধুত্বপূর্ণ সমাধানের প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু সাড়া না মেলায় আমরা শেষ উপায় হিসাবে আইনি পদক্ষেপ নিয়েছি।

প্রসঙ্গত, ২০১৮ সালে নকিয়ার সঙ্গে অপোর একটি চুক্তি হয়েছিল। ২০২১ সালের জুনে এই চুক্তির মেয়াদ শেষ হয়েছিল।

এদিকে অপো বলছে, আমরা নিজেদের ও তৃতীয় পক্ষের ইন্টালেকচুয়াল প্রপার্টি রাইটসকে সম্মানের সাথে রক্ষা করি। ইন্ডাস্ট্রি প্যাটেন্ট লাইসেন্সিং সহযোগিতার জন্য প্রতিশ্রুতিবদ্ধ আমাদের কোম্পানি। এই মামলাকে অন্যায্য বলে অভিহিত করেছে চিনা স্মার্টফোন প্রস্তুতকারী কোম্পানিটি।

নিউজবিজয়/এফএইচএন

👉 নিউজবিজয় ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন ✅

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন।

NewsBijoy24.Com

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

রিকশাওয়ালা-দিনমজুররাও ফ্ল্যাটে থাকবে-প্রধানমন্ত্রী শেখ হাসিনা

অপো ও ওয়ান প্লাস স্মার্টফোন বিক্রিতে নিষেধাজ্ঞা

প্রকাশিত সময় :- ০১:৫৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২

মোবাইল ফোন কোম্পানিগুলোর মধ্যে প্যাটেন্ট নিয়ে আইনি লড়াই করা নতুন কিছু না। এবার আইনি লড়াইয়ে হেরে মুখ থুবড়ে পড়ল আরও দুটি চিনা স্মার্টফোন কোম্পানি। জার্মানিতে আইনি সমস্যার সম্মুখীন অপো ও ওয়ান প্লাস। আদালতের সিদ্ধান্তে জার্মানিতে অপো ও ওয়ান প্লাস ফোন বিক্রি নিষিদ্ধ হয়েছে।

নকিয়ামোবডটনেট ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ম্যানহাইম স্থানীয় আদালত নকিয়ার পক্ষে রায় দিয়েছে। অপোর বিরুদ্ধে প্যাটেন্ট আইন ভঙ্গের অভিযোগ করেছিল নকিয়া। অপো ছাড়াও চিনা কম্পানি ওয়ান প্লাস-এর বিরুদ্ধেও একই অভিযোগ তুলেছিল ফিনল্যান্ডের কোম্পানিটি।

এই দুই সংস্থার বিরুদ্ধেই আদালতে জয় পেয়েছে নকিয়া। ২০২১ সালে এই দুই চিনা কোম্পানির সঙ্গে আলোচনায় সমাধান না পেয়ে চারটি দেশে আইনি পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছিল নকিয়া। আদালতের সিদ্ধান্তে জার্মানিতে অপো ও ওয়ান প্লাস ফোন বিক্রি নিষিদ্ধ হয়েছে।

এর ফলে জার্মানিতে অপো ও ওয়ান প্লাস ফোন বিক্রি করা যাবে না। ফলে জার্মানরা এই দুই ব্র্যান্ডের স্মার্টফোন ব্যবহার থেকে বঞ্চিত হবেন। আপাতত প্রথম মামলায় জয়ী হয়েছে নকিয়া। যদিও এই দুই কোম্পানির মধ্যে লম্বা আইনি লড়াই চলতে থাকবে। পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত অপো ও ওয়ান প্লাস ফোন বিক্রি বন্ধ থাকবে জার্মানিতে। অর্থাৎ পরবর্তী মামলার রায় অপো ও ওয়ান প্লাসের পক্ষে এলে সেদেশে ফের ফোন বিক্রি করতে পারবে চিনের কোম্পানিটি।

জানা গেছে, ২০২১ সালে অপোর বিরুদ্ধে প্যাটেন্ট লঙ্ঘনের অভিযোগ তুলেছিল নকিয়া। সেই সময় ফ্রান্স, জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতসহ ইউরোপ ও এশিয়ার একাধিক দেশে আইনি পদক্ষেপ নিয়েছিল ফিনল্যান্ডের কোম্পানিটি। নকিয়ার অভিযোগ কোনরকম অনুমতি ছাড়াও অপো স্মার্টফোনে ওয়াইফাই স্ক্যানিংয়ের এমন প্রযুক্তিও ব্যবহার হয়েছিল যে প্যাটেন্ট নকিয়ার দখলে রয়েছে।

নকিয়ার দাবি, এই বিষয়ে অপো তাদের নিরপেক্ষ ও ন্যায্য দাবি প্রত্যাখ্যান করেছে। আমরা অপোর সঙ্গে চুক্তি নবীকরণের জন্য আলোচনা করেছিলাম। দুর্ভাগ্যবশত, সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল অপো। এর পরেও আমরা বন্ধুত্বপূর্ণ সমাধানের প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু সাড়া না মেলায় আমরা শেষ উপায় হিসাবে আইনি পদক্ষেপ নিয়েছি।

প্রসঙ্গত, ২০১৮ সালে নকিয়ার সঙ্গে অপোর একটি চুক্তি হয়েছিল। ২০২১ সালের জুনে এই চুক্তির মেয়াদ শেষ হয়েছিল।

এদিকে অপো বলছে, আমরা নিজেদের ও তৃতীয় পক্ষের ইন্টালেকচুয়াল প্রপার্টি রাইটসকে সম্মানের সাথে রক্ষা করি। ইন্ডাস্ট্রি প্যাটেন্ট লাইসেন্সিং সহযোগিতার জন্য প্রতিশ্রুতিবদ্ধ আমাদের কোম্পানি। এই মামলাকে অন্যায্য বলে অভিহিত করেছে চিনা স্মার্টফোন প্রস্তুতকারী কোম্পানিটি।

নিউজবিজয়/এফএইচএন