ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

রাজধানীর নয়াপল্টনে নিহত ব্যাক্তির পরিচয় মিলেছে

  • নিউজ বিজয় ডেস্ক :-
  • প্রকাশিত সময় :- ০৮:১২:১৯ অপরাহ্ন, বুধবার, ৭ ডিসেম্বর ২০২২
  • ২২৮ পড়া হয়েছে। নিউজবিজয় ২৪.কম-১৫ ডিসেম্বরে ৯ বছরে পর্দাপন

রাজধানীর নয়াপল্টনে বিএনপি-পুলিশ সংঘর্ষে দলীয় কার্যালয়ের সামনে গুলিবিদ্ধ হয়ে নিহত ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। তার নাম মকবুল (৪৫)। পেশায় পোশাক ডিজাইনার। তিনি বিএনপি সমর্থক বলে দাবি করেছেন তার পরিবারের সদস্যরা। তবে বিএনপি বা পুলিশের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়নি।

নিহত মকবুলের ভাই জানান, বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন মকবুল। তবে তার কোন পদ ছিল কিনা সে ব্যাপারে তিনি কিছু জানেন না। মকবুল নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার আব্দুস সামাদের ছেলে। তিনি পল্লবীর লালমাটি টিনশেড কলোনি এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। তার ৮ বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে।

এর আগে, এদিন দুপুরে নয়াপল্টনে সংঘর্ষে গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণ পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে মর্গে রাখা মকবুলের মৃতদেহ শনাক্ত করেন তার ভাই নুর হোসেন।

এদিকে সংঘর্ষের পর নয়াপল্টন থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম এবং খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী শিমুল বিশ্বাসসহ শতাধিক বিএনপির নেতাকর্মীকে আটকের অভিযোগ করেছে দলটি।

নিউজবিজয়২৪/এফএইচএন

👉 নিউজবিজয় ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন ✅

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন।

NewsBijoy24.Com

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

আমির খানকে চড় মারেন সাবেক স্ত্রী রিনা, কেন?

রাজধানীর নয়াপল্টনে নিহত ব্যাক্তির পরিচয় মিলেছে

প্রকাশিত সময় :- ০৮:১২:১৯ অপরাহ্ন, বুধবার, ৭ ডিসেম্বর ২০২২

রাজধানীর নয়াপল্টনে বিএনপি-পুলিশ সংঘর্ষে দলীয় কার্যালয়ের সামনে গুলিবিদ্ধ হয়ে নিহত ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। তার নাম মকবুল (৪৫)। পেশায় পোশাক ডিজাইনার। তিনি বিএনপি সমর্থক বলে দাবি করেছেন তার পরিবারের সদস্যরা। তবে বিএনপি বা পুলিশের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়নি।

নিহত মকবুলের ভাই জানান, বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন মকবুল। তবে তার কোন পদ ছিল কিনা সে ব্যাপারে তিনি কিছু জানেন না। মকবুল নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার আব্দুস সামাদের ছেলে। তিনি পল্লবীর লালমাটি টিনশেড কলোনি এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। তার ৮ বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে।

এর আগে, এদিন দুপুরে নয়াপল্টনে সংঘর্ষে গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণ পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে মর্গে রাখা মকবুলের মৃতদেহ শনাক্ত করেন তার ভাই নুর হোসেন।

এদিকে সংঘর্ষের পর নয়াপল্টন থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম এবং খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী শিমুল বিশ্বাসসহ শতাধিক বিএনপির নেতাকর্মীকে আটকের অভিযোগ করেছে দলটি।

নিউজবিজয়২৪/এফএইচএন