ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপির অর্ধেক পরাজয় হয়ে গেছে: ওবায়দুল কাদের

  • নিউজ বিজয় ডেস্ক :-
  • প্রকাশিত সময় :- ০৬:৫১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২
  • ২৯১ পড়া হয়েছে। নিউজবিজয় ২৪.কম-১৫ ডিসেম্বরে ৯ বছরে পর্দাপন

নয়াপল্টনে সমাবেশ করতে না পারায় বিএনপির অর্ধেক পরাজয় হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি আরও বলেন, যারা বলেছিলো পল্টনে সমাবেশ হবে তারা এখন গোলাপবাগে সমাবেশ করবে। এর মধ্য দিয়ে বিএনপির অর্ধেক পরাজয় হয়ে গেছে।

শুক্রবার (৯ ডিসেম্বর) বিকালে রাজধানীর ঢাকা মহানগর নাট্যমঞ্চে বিএনপি-জামায়াতের সন্ত্রাস, জঙ্গীবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কাদের।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে খেলা হবে। ডিসেম্বরে খেলা হবে। অপশক্তির বিরুদ্ধে খেলা হবে। জঙ্গীবাদ, দুঃশাসন আগুন সন্ত্রাসের বিরুদ্ধে খেলা হবে। আগুন নিয়ে আসলে খেলা হবে। অনেক ছাড় দিয়েছি আর ছাড় দিবো না।

তিনি বলেন, জামায়াত-বিএনপি সন্ত্রাসী দল। তারা ক্ষমতায় থাকতে গণতন্ত্র গিলে খেয়েছিল। স্বাধীনতার আদর্শ মূল্যবোধ, জয় বাংলা গিলে খেয়েচে। আরেকবার ক্ষমতায় গেলে গোটা বাংলাদেশ গিলে খাবে।

সমাবেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মির্জা আজম, এসএম কামাল, অ্যাড. আফজাল হোসেন, কার্যনির্বাহী সদস্য অ্যাড. সানজিদা খানম প্রমুখ উপস্থিত ছিলেন।

সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মান্নাফী।

নিউজবিজয়২৪/এফএইচএন

👉 নিউজবিজয় ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন ✅

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন।

NewsBijoy24.Com

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

বিএনপির অর্ধেক পরাজয় হয়ে গেছে: ওবায়দুল কাদের

প্রকাশিত সময় :- ০৬:৫১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২

নয়াপল্টনে সমাবেশ করতে না পারায় বিএনপির অর্ধেক পরাজয় হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি আরও বলেন, যারা বলেছিলো পল্টনে সমাবেশ হবে তারা এখন গোলাপবাগে সমাবেশ করবে। এর মধ্য দিয়ে বিএনপির অর্ধেক পরাজয় হয়ে গেছে।

শুক্রবার (৯ ডিসেম্বর) বিকালে রাজধানীর ঢাকা মহানগর নাট্যমঞ্চে বিএনপি-জামায়াতের সন্ত্রাস, জঙ্গীবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কাদের।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে খেলা হবে। ডিসেম্বরে খেলা হবে। অপশক্তির বিরুদ্ধে খেলা হবে। জঙ্গীবাদ, দুঃশাসন আগুন সন্ত্রাসের বিরুদ্ধে খেলা হবে। আগুন নিয়ে আসলে খেলা হবে। অনেক ছাড় দিয়েছি আর ছাড় দিবো না।

তিনি বলেন, জামায়াত-বিএনপি সন্ত্রাসী দল। তারা ক্ষমতায় থাকতে গণতন্ত্র গিলে খেয়েছিল। স্বাধীনতার আদর্শ মূল্যবোধ, জয় বাংলা গিলে খেয়েচে। আরেকবার ক্ষমতায় গেলে গোটা বাংলাদেশ গিলে খাবে।

সমাবেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মির্জা আজম, এসএম কামাল, অ্যাড. আফজাল হোসেন, কার্যনির্বাহী সদস্য অ্যাড. সানজিদা খানম প্রমুখ উপস্থিত ছিলেন।

সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মান্নাফী।

নিউজবিজয়২৪/এফএইচএন