ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বগুড়ায় রঞ্জু হত্যা মামলার ১০ বছর পর ১২ জনের যাবজ্জীবন

  • নিউজ বিজয় ডেস্ক :-
  • প্রকাশিত সময় :- ০৩:২১:২৬ অপরাহ্ন, সোমবার, ২ জানুয়ারী ২০২৩
  • ৩০৫ পড়া হয়েছে। নিউজবিজয় ২৪.কম-১৫ ডিসেম্বরে ৯ বছরে পর্দাপন

বগুড়ায় ডিস ব্যবসায়ী রঞ্জু হত্যা মামলার ১০ বছর পর ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ সোমবার (২ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে বগুড়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হাবিবা মণ্ডল এ রায় ঘোষণা করেন। এ সময় পাঁচ আসামি উপস্থিত ছিলেন।

তারা হলেন বগুড়া সদর উপজেলার বানদীঘি এলাকার সিরাজুল ইসলাম, মো. জিন্নাহ, নিশিন্দারা এলাকার আশরাফুল ইসলাম ও ঝোপগাড়ীর মাহফুজার রহমান, আজগর আলী। পলাতক আসামিরা হলেন- বানদীঘি এলাকার রাজু শেখ, রিপন শেখ, রিজু শেখ, রাবু শেখ, আইনুল ইসলাম, খয়বর আলী ও বড় কুমিরার একরাম হোসেন।

নিহত রঞ্জু বগুড়া সদর উপজেলার বড় কুমিরায় ডিসের ব্যবসায়ী ছিলেন। ২০১২ সালের ৭ জুলাই সকালে বড় কুমিরায় তাকে কুপিয়ে হত্যা করা হয়। তার বাবা আজাহার আলী সরদার ১৩ জনকে আসামি করে সদর থানায় মামলা করেন। ওই মামলায় ২০১৩ সালের ৫ জুন তৎকালীন সদর থানার পরিদর্শক নুরে আলম সিদ্দীকী আদালতে অভিযোগপত্র দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নাছিমুল করিম হলি বলেন, মামলার আসামিদের সঙ্গে নিহত রঞ্জুর দীর্ঘদিনের পূর্ব শত্রুতা ছিল। এরই জেরে তাকে হত্যা করা হয়। মামলায় ১৩ জন আসামি ছিলেন। এদের মধ্যে বাদল শেখ নামে এক আসামি মামলা চলাকালে মারা যান। আর বাকি সাতজন পলাতক আছেন।

নাছিমুল করিম আরও বলেন, মামলায় বিচারক ১২ জনের যাবজ্জীবন ও ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন। আর পলাতক আসামিদের গ্রেফতার বা আত্মসমর্পণের পর থেকে সাজার মেয়াদ শুরু হবে।

নিউজবিজয়২৪/এফএইচএন

👉 নিউজবিজয় ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন ✅

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন।

NewsBijoy24.Com

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

প্রধানমন্ত্রীর সঙ্গে আইওএম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

বগুড়ায় রঞ্জু হত্যা মামলার ১০ বছর পর ১২ জনের যাবজ্জীবন

প্রকাশিত সময় :- ০৩:২১:২৬ অপরাহ্ন, সোমবার, ২ জানুয়ারী ২০২৩

বগুড়ায় ডিস ব্যবসায়ী রঞ্জু হত্যা মামলার ১০ বছর পর ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ সোমবার (২ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে বগুড়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হাবিবা মণ্ডল এ রায় ঘোষণা করেন। এ সময় পাঁচ আসামি উপস্থিত ছিলেন।

তারা হলেন বগুড়া সদর উপজেলার বানদীঘি এলাকার সিরাজুল ইসলাম, মো. জিন্নাহ, নিশিন্দারা এলাকার আশরাফুল ইসলাম ও ঝোপগাড়ীর মাহফুজার রহমান, আজগর আলী। পলাতক আসামিরা হলেন- বানদীঘি এলাকার রাজু শেখ, রিপন শেখ, রিজু শেখ, রাবু শেখ, আইনুল ইসলাম, খয়বর আলী ও বড় কুমিরার একরাম হোসেন।

নিহত রঞ্জু বগুড়া সদর উপজেলার বড় কুমিরায় ডিসের ব্যবসায়ী ছিলেন। ২০১২ সালের ৭ জুলাই সকালে বড় কুমিরায় তাকে কুপিয়ে হত্যা করা হয়। তার বাবা আজাহার আলী সরদার ১৩ জনকে আসামি করে সদর থানায় মামলা করেন। ওই মামলায় ২০১৩ সালের ৫ জুন তৎকালীন সদর থানার পরিদর্শক নুরে আলম সিদ্দীকী আদালতে অভিযোগপত্র দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নাছিমুল করিম হলি বলেন, মামলার আসামিদের সঙ্গে নিহত রঞ্জুর দীর্ঘদিনের পূর্ব শত্রুতা ছিল। এরই জেরে তাকে হত্যা করা হয়। মামলায় ১৩ জন আসামি ছিলেন। এদের মধ্যে বাদল শেখ নামে এক আসামি মামলা চলাকালে মারা যান। আর বাকি সাতজন পলাতক আছেন।

নাছিমুল করিম আরও বলেন, মামলায় বিচারক ১২ জনের যাবজ্জীবন ও ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন। আর পলাতক আসামিদের গ্রেফতার বা আত্মসমর্পণের পর থেকে সাজার মেয়াদ শুরু হবে।

নিউজবিজয়২৪/এফএইচএন