ঢাকা ০৬:৪২ অপরাহ্ন, রবিবার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ফুলবাড়ীয়ায় ডিবি পরিচয়ে ডাকাতি আটক ৩

  • নিউজ বিজয় ডেস্ক :-
  • প্রকাশিত সময় :- ০৮:২১:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০২৩
  • ২৮৭ পড়া হয়েছে। নিউজবিজয় ২৪.কম-১৫ ডিসেম্বরে ৯ বছরে পর্দাপন

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় ডিবি পরিচয়ে ব্যবসায়ী ও পথচারীদের পথরোধ করে তাদেরকে আটক করে কৌশেলে ডাকাতির ঘটনায় মাইক্রোবাস চালকসহ ৩ জনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা ।

জানাযায়, গতকাল শনি বার রাত আনুমানিক ১.৩০ মিনিটে উপজেলার কুশমাইল ইউনিয়নের ধামর বেলতলী বাজারের রাস্তায় বেঞ্চ ও ধান মাড়াইয়ের মেশিন, গাছ ফেলে বেরিকেড দিয়ে ডাকাতিকালে ব্যবহারকৃত মাইক্রোবাসের ড্রাইভারসহ ৩ ডাকাতকে আটক করে স্থানীয় বিক্ষুদ্ধ জনতা । ডাকাতিকালে ব্যবহৃত মাইক্রোবাসটির নাম্বার Ñ ঢাকা মেট্রোÑচ-১৬-১৩৯৪।

স্থানীয় সূত্রে জানা যায় ,কালো ব্রাউন রংয়ের একটি মাইক্রোবাসে করে ৭/৮ জনের একটি সংঙ্গবদ্ধ ডাকাত দল ফুলবাড়ীয়ার ছলির বাজারে ডিবি পরিচয়ে ২ জন ব্যবসায়ীকে আটক করে। পরে তাদেরকে গাড়ীতে তোলে চোঁখ বেধে পাশ্ববর্তী মুক্তাগাছা উপজেলার কালীবাড়ী নামক স্থানে নিয়ে যায়। পথিমধ্যে তাদেরকে বেদম মারপিট করে। এসময় তাদেরকে ছেড়ে দেওয়ার শর্তে মুক্তিপন হিসেবে বিকাশে টাকা আনতে বলে । ভোক্তাভোগীরা বিকাশে টাকা দেওয়ার পর তাদেরকে রাস্তায় ফেলে রেখে যায়। পরে মুক্তাগাছার খাজুলিয়া নামক এলাকায় জনৈক এক ব্যবসায়ীর বাড়ীতে হামলা করে নগদ টাকা , মোবাইল সহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে আসে এ ডাকাতদল। এছাড়াও এ চক্রটি একই উপজেলার চরপাড়া মোড়ের কয়েকজন দোকানদারের কাছ থেকে কয়েকটি মোবাইল ফোন হাতিয়ে নেয় ও রাস্তা দিয়ে আসার সময় রাস্তায় চলাচলকারী এবং কয়েকজন বিকাশ ব্যবসায়ীকে আটক করে তাদের কাছ থেকেও নগদ টাকা ও মোবাইল সেট হাতিয়ে নেন। পরে রাত আনুমানিক ১ টার দিকে ফুলবাড়ীয়া থানার শিবগঞ্জ হাট কালীর বাজার টু ফুলবাড়ীয়া রাস্তার বেড়ীবাড়ী নামক স্থানে মাইক্রোবাস দাঁড় করিয়ে কাপড় ব্যবসায়ী কিরেণ চন্দ্র ও তার ছেলেকে আটক করে সাথে থাকা ৫৫হাজার টাকা ও ডিসকভার মটরসাইকেল নিয়ে নেয় । মটরসাইকেল নিয়ে গেলে এলাকাবাসীর সন্দেহ হলে ডাক চিৎকার শুরু করে । এতে করে এলাকাবাসী চারদিক থেকে লোকজন জড়ো হলে ডাকাত দল মাইক্রোবাসসহ ফুলবাড়ীয়ায় রাস্তায় পালানোর চেষ্টা করে । পরে ধামর বেলতলীর বাজারে স্থানীয় জনতা রাস্তায় বেঞ্চ ধান মাড়াইয়ের লোহার মেশিনসহগাছ ফেলে রাস্তা বেরিকেড দিয়ে মাইক্রোবাসটির ড্রাইভারসহ ৩ ডাকাতকে আটক করে । এসময় মাইক্রোবাসে থাকা অন্যান্য ডাকাতেরা পালিয়ে যায়। এঘটনা স্থানীয় পুলিশকে অবহিত করলে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থল গিয়ে ৩জনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে । আটককৃত ৩ জনের মধ্যে একজনকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

ফুলবাড়ীয়া উপজেলার ছলির বাজার থেকে অপহৃত জনৈক আনোয়ার হোসেন বলেন, আমাকে ডিবি পরিচয়ে দোকান থেকে তুলে নিয়ে যায়। পরে চোঁখ বেধে বেধরক মারধর করে। পরে বিকাশে টাকা আনতে বলেন।

ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ মো. আবুল কালাম আজাদ বলেন, ডাকাতির ঘটনায় ৩জনকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজবিজয়২৪/এফএইচএন

👉 নিউজবিজয় ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন ✅

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন।

NewsBijoy24.Com

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

ফুলবাড়ীয়ায় ডিবি পরিচয়ে ডাকাতি আটক ৩

প্রকাশিত সময় :- ০৮:২১:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০২৩

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় ডিবি পরিচয়ে ব্যবসায়ী ও পথচারীদের পথরোধ করে তাদেরকে আটক করে কৌশেলে ডাকাতির ঘটনায় মাইক্রোবাস চালকসহ ৩ জনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা ।

জানাযায়, গতকাল শনি বার রাত আনুমানিক ১.৩০ মিনিটে উপজেলার কুশমাইল ইউনিয়নের ধামর বেলতলী বাজারের রাস্তায় বেঞ্চ ও ধান মাড়াইয়ের মেশিন, গাছ ফেলে বেরিকেড দিয়ে ডাকাতিকালে ব্যবহারকৃত মাইক্রোবাসের ড্রাইভারসহ ৩ ডাকাতকে আটক করে স্থানীয় বিক্ষুদ্ধ জনতা । ডাকাতিকালে ব্যবহৃত মাইক্রোবাসটির নাম্বার Ñ ঢাকা মেট্রোÑচ-১৬-১৩৯৪।

স্থানীয় সূত্রে জানা যায় ,কালো ব্রাউন রংয়ের একটি মাইক্রোবাসে করে ৭/৮ জনের একটি সংঙ্গবদ্ধ ডাকাত দল ফুলবাড়ীয়ার ছলির বাজারে ডিবি পরিচয়ে ২ জন ব্যবসায়ীকে আটক করে। পরে তাদেরকে গাড়ীতে তোলে চোঁখ বেধে পাশ্ববর্তী মুক্তাগাছা উপজেলার কালীবাড়ী নামক স্থানে নিয়ে যায়। পথিমধ্যে তাদেরকে বেদম মারপিট করে। এসময় তাদেরকে ছেড়ে দেওয়ার শর্তে মুক্তিপন হিসেবে বিকাশে টাকা আনতে বলে । ভোক্তাভোগীরা বিকাশে টাকা দেওয়ার পর তাদেরকে রাস্তায় ফেলে রেখে যায়। পরে মুক্তাগাছার খাজুলিয়া নামক এলাকায় জনৈক এক ব্যবসায়ীর বাড়ীতে হামলা করে নগদ টাকা , মোবাইল সহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে আসে এ ডাকাতদল। এছাড়াও এ চক্রটি একই উপজেলার চরপাড়া মোড়ের কয়েকজন দোকানদারের কাছ থেকে কয়েকটি মোবাইল ফোন হাতিয়ে নেয় ও রাস্তা দিয়ে আসার সময় রাস্তায় চলাচলকারী এবং কয়েকজন বিকাশ ব্যবসায়ীকে আটক করে তাদের কাছ থেকেও নগদ টাকা ও মোবাইল সেট হাতিয়ে নেন। পরে রাত আনুমানিক ১ টার দিকে ফুলবাড়ীয়া থানার শিবগঞ্জ হাট কালীর বাজার টু ফুলবাড়ীয়া রাস্তার বেড়ীবাড়ী নামক স্থানে মাইক্রোবাস দাঁড় করিয়ে কাপড় ব্যবসায়ী কিরেণ চন্দ্র ও তার ছেলেকে আটক করে সাথে থাকা ৫৫হাজার টাকা ও ডিসকভার মটরসাইকেল নিয়ে নেয় । মটরসাইকেল নিয়ে গেলে এলাকাবাসীর সন্দেহ হলে ডাক চিৎকার শুরু করে । এতে করে এলাকাবাসী চারদিক থেকে লোকজন জড়ো হলে ডাকাত দল মাইক্রোবাসসহ ফুলবাড়ীয়ায় রাস্তায় পালানোর চেষ্টা করে । পরে ধামর বেলতলীর বাজারে স্থানীয় জনতা রাস্তায় বেঞ্চ ধান মাড়াইয়ের লোহার মেশিনসহগাছ ফেলে রাস্তা বেরিকেড দিয়ে মাইক্রোবাসটির ড্রাইভারসহ ৩ ডাকাতকে আটক করে । এসময় মাইক্রোবাসে থাকা অন্যান্য ডাকাতেরা পালিয়ে যায়। এঘটনা স্থানীয় পুলিশকে অবহিত করলে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থল গিয়ে ৩জনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে । আটককৃত ৩ জনের মধ্যে একজনকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

ফুলবাড়ীয়া উপজেলার ছলির বাজার থেকে অপহৃত জনৈক আনোয়ার হোসেন বলেন, আমাকে ডিবি পরিচয়ে দোকান থেকে তুলে নিয়ে যায়। পরে চোঁখ বেধে বেধরক মারধর করে। পরে বিকাশে টাকা আনতে বলেন।

ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ মো. আবুল কালাম আজাদ বলেন, ডাকাতির ঘটনায় ৩জনকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজবিজয়২৪/এফএইচএন