ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

কক্সবাজারের শতাধিক হোটেল-মোটেল-রিসোর্টকে আশ্রয়কেন্দ্র ঘোষণা

  • নিউজ বিজয় ডেস্ক :-
  • প্রকাশিত সময় :- ০৮:৩১:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩
  • ৩১৬ পড়া হয়েছে। নিউজবিজয় ২৪.কম-১৫ ডিসেম্বরে ৯ বছরে পর্দাপন

অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার প্রভাব থেকে জানমাল রক্ষায় কক্সবাজারে ১১২টি হোটেল-মোটেল-রিসোর্টকে আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে। শনিবার (১৩ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার হোটেল-মোটেল মালিক সমিতির সভাপতি আবুল কাসেম সিকদার।

তিনি বলেন, ‘ঘূর্ণিঝড় মোখা দ্রুত স্থলভাগে আঘাত হানার সম্ভাবনা রয়েছে। সেই বিবেচনায় কক্সবাজার হোটেল-মোটেল গেস্ট হাউস সমিতি থেকে ৫৫টি হোটেল আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে। হোটেলের নাম ও মোবাইল নম্বর ইতিমধ্যে প্রকাশ করেছি। মোখা আতঙ্কে থাকা লোকজন এসব হোটেলে আশ্রয় নিতে পারেন।’

কলাতলী মেরিন ড্রাইভ হোটেল-রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক মুকিম খান বলেন, ‘ঘূর্ণিঝড় মোখার প্রভাব থেকে জানমাল রক্ষায় আমাদের সমিতি থেকে ৫৭টি হোটেল-রিসোর্ট আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষণা করেছি। আমাদের হোটেলগুলো সবসময় খোলা থাকবে, লোকজন সেখানে আশ্রয় নিতে পারবেন।’

এছাড়া, সেন্টমার্টিনের সকল হোটেল-রিসোর্ট আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান।

তিনি বলেন, ‘মোখার প্রভাবে বাতাস বেড়ে যাওয়ায় সেন্টমার্টিনের বাসিন্দাদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এখানকার প্রায় ২ শতাধিক হোটেল-রিসোর্ট আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে। লোকজন জানমাল রক্ষায় এসব স্থাপনায় আশ্রয় নিতে পারবেন।’

নিউজবিজয়২৪/এফএইচএন

👉 নিউজবিজয় ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন ✅

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন।

NewsBijoy24.Com

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

কক্সবাজারের শতাধিক হোটেল-মোটেল-রিসোর্টকে আশ্রয়কেন্দ্র ঘোষণা

প্রকাশিত সময় :- ০৮:৩১:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩

অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার প্রভাব থেকে জানমাল রক্ষায় কক্সবাজারে ১১২টি হোটেল-মোটেল-রিসোর্টকে আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে। শনিবার (১৩ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার হোটেল-মোটেল মালিক সমিতির সভাপতি আবুল কাসেম সিকদার।

তিনি বলেন, ‘ঘূর্ণিঝড় মোখা দ্রুত স্থলভাগে আঘাত হানার সম্ভাবনা রয়েছে। সেই বিবেচনায় কক্সবাজার হোটেল-মোটেল গেস্ট হাউস সমিতি থেকে ৫৫টি হোটেল আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে। হোটেলের নাম ও মোবাইল নম্বর ইতিমধ্যে প্রকাশ করেছি। মোখা আতঙ্কে থাকা লোকজন এসব হোটেলে আশ্রয় নিতে পারেন।’

কলাতলী মেরিন ড্রাইভ হোটেল-রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক মুকিম খান বলেন, ‘ঘূর্ণিঝড় মোখার প্রভাব থেকে জানমাল রক্ষায় আমাদের সমিতি থেকে ৫৭টি হোটেল-রিসোর্ট আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষণা করেছি। আমাদের হোটেলগুলো সবসময় খোলা থাকবে, লোকজন সেখানে আশ্রয় নিতে পারবেন।’

এছাড়া, সেন্টমার্টিনের সকল হোটেল-রিসোর্ট আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান।

তিনি বলেন, ‘মোখার প্রভাবে বাতাস বেড়ে যাওয়ায় সেন্টমার্টিনের বাসিন্দাদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এখানকার প্রায় ২ শতাধিক হোটেল-রিসোর্ট আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে। লোকজন জানমাল রক্ষায় এসব স্থাপনায় আশ্রয় নিতে পারবেন।’

নিউজবিজয়২৪/এফএইচএন