ঢাকা ০৬:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

হাতীবান্ধায় ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু

  • লালমনিরহাট প্রতিনিধি:-
  • প্রকাশিত সময় :- ০১:১৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মে ২০২২
  • ২৬২ পড়া হয়েছে। নিউজবিজয় ২৪.কম-১৫ ডিসেম্বরে ৯ বছরে পর্দাপন

লালমনিরহাটের হাতীবান্ধায় জমি নিয়ে বিরোধের জের ধরে আপন চাচাকে খুন করার অভিযোগ উঠেছে।

বুধবার (৪মে) রাত সাড়ে ১১টার দিকে হাতীবান্ধা থানার ওসি রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। এর আগে আজ দুপুরে হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের জাওরানী এলাকায় ওই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ভেলাগুড়ি ইউনিয়নের ৮নং ওয়ার্ডে উত্তর জাওরাণী গ্রামের মৃত ছলিম উদ্দিনের ছেলে আব্দুর রশিদ ও আব্দুল আজিজের মধ্যে ভিটার সীমানা নিয়ে বিরোধ চলে আসছে। এই সীমানা নির্ধারণের জন্য গত সাপ্তাহে দুপুরে উভয় পক্ষই জমি মাপার জন্য সার্ভেয়ার নিয়ে আসে।

কিন্তু ওইদিন না হলেও আজ বুধবার আবারও সার্ভেয়ার মাপামপি শুরু করলে ভাতিজা নিজাম উদ্দিনের সঙ্গে চাচা আব্দুর রশিদ ও তার ছেলে রহমত আলী, রইচ উদ্দিন, ও আব্দুর রাজ্জাকের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন লাঠি-শোটা ও লোহার রড নিয়ে মারামারি শুরু করে। এ সময় নিজাম উদ্দিনের লাঠির আঘাতে চাচা আব্দুর রশিদ ও চাচাত ভাই রহমত, রইচ ও রাজ্জাক আহত হন।

পরে আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় আব্দুর রশিদ মারা যান।

এ বিষয়ে হাতীবান্ধা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, পরিবার একটি হত্যা মামলা করার কথা রয়েছে। মামলা হলেই আসামীকে গ্রেফতার করা হবে। নিহত রশিদের লাশ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট মর্গে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।

👉 নিউজবিজয় ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন ✅

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন।

NewsBijoy24.Com

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

নামাজের সময়সূচি: ২৪ এপ্রিল ২০২৪

হাতীবান্ধায় ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু

প্রকাশিত সময় :- ০১:১৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মে ২০২২

লালমনিরহাটের হাতীবান্ধায় জমি নিয়ে বিরোধের জের ধরে আপন চাচাকে খুন করার অভিযোগ উঠেছে।

বুধবার (৪মে) রাত সাড়ে ১১টার দিকে হাতীবান্ধা থানার ওসি রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। এর আগে আজ দুপুরে হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের জাওরানী এলাকায় ওই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ভেলাগুড়ি ইউনিয়নের ৮নং ওয়ার্ডে উত্তর জাওরাণী গ্রামের মৃত ছলিম উদ্দিনের ছেলে আব্দুর রশিদ ও আব্দুল আজিজের মধ্যে ভিটার সীমানা নিয়ে বিরোধ চলে আসছে। এই সীমানা নির্ধারণের জন্য গত সাপ্তাহে দুপুরে উভয় পক্ষই জমি মাপার জন্য সার্ভেয়ার নিয়ে আসে।

কিন্তু ওইদিন না হলেও আজ বুধবার আবারও সার্ভেয়ার মাপামপি শুরু করলে ভাতিজা নিজাম উদ্দিনের সঙ্গে চাচা আব্দুর রশিদ ও তার ছেলে রহমত আলী, রইচ উদ্দিন, ও আব্দুর রাজ্জাকের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন লাঠি-শোটা ও লোহার রড নিয়ে মারামারি শুরু করে। এ সময় নিজাম উদ্দিনের লাঠির আঘাতে চাচা আব্দুর রশিদ ও চাচাত ভাই রহমত, রইচ ও রাজ্জাক আহত হন।

পরে আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় আব্দুর রশিদ মারা যান।

এ বিষয়ে হাতীবান্ধা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, পরিবার একটি হত্যা মামলা করার কথা রয়েছে। মামলা হলেই আসামীকে গ্রেফতার করা হবে। নিহত রশিদের লাশ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট মর্গে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।