ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

সিলেটে বন্যার পানি কমতে শুরু করেছে

  • নিউজ বিজয় ডেস্ক :-
  • প্রকাশিত সময় :- ০২:০৫:৩১ অপরাহ্ন, শনিবার, ২১ মে ২০২২
  • ৩৮২ পড়া হয়েছে। নিউজবিজয় ২৪.কম-১৫ ডিসেম্বরে ৯ বছরে পর্দাপন

টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সিলেট নগর তলিয়ে গিয়েছিল চার দিন আগে। শেষ পর্যন্ত কমতে শুরু করেছে পানি। গত ২৪ ঘণ্টায় নগরের বেশ কিছু এলাকায় পানি কমেছে। কোথাও এক ফুট কোথাও আবার দেড় ফুট পর্যন্ত পানি কমেছে।

শুক্রবার (২০ মে) বিকেলে সরেজমিনে নগরের মাছিমপুর, কলাপাড়া, লামাপাড়া, লালদিঘিরপার, কালীঘাট, সোবহানীঘাট, যতরপুর, উপশহর এলাকা ঘুরে তার বাস্তব চিত্র দেখা যায়।

সিলেট নগরের ১০ নম্বর ওয়ার্ডের কলাপাড়ার বাসিন্দা আব্দুল জব্বার ঢাকা পোস্টকে বলেন, গতকাল রাত থেকেই আমার ঘরের পানি কমতে শুরু করেছে। এর আগের দুদিন ঘরে প্রায় দুই ফিট পানি ছিল। এখনো আমার ঘরে পানি আছে। তবে তা এক ফুটের চেয়ে কম।

উপশহর এলাকার বাসিন্দা ওবায়দুল্লাহ বিন এফ রহমান বলেন, গত তিন দিন আগে আমার ঘরে পানি ওঠে। এতে ঘরের আসবাবপত্রসহ অনেক মূল্যবান জিনিসপত্র নষ্ট হয়ে যায়। কিন্তু আজ দুপুরের পর থেকে আমার ঘরে আর পানি নেই।

বেসরকারি ব্যাংকের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ঢাকা পোস্টকে বলেন, গত ২৪ ঘণ্টায় আমার এলাকা উপশহরের অনেক জায়গা থেকে পানি কমতে শুরু করেছে। এভাবে পানি কমতে থাকলে আশা করি আগামী তিন-চার দিন পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।

সিলেট জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসিফ আহমদ জানান, ইতোমধ্যে সিলেট নগরে বন্যার পানি কমতে শুরু করেছে। বিভিন্ন নদ-নদীর পানি বিপৎসীমার ওপরে থাকলেও গত দুদিন ধরে তা অনেকটা কমেছে।

আজ সুরমার পানি ছিল বিপৎসীমার ১৩ দশমিক ৬৯ সেন্টিমিটার উপরে, যা গতকাল ছিল ১৫ সেন্টিমিটারেরও বেশি। ভারতের মেঘালয়ে বৃষ্টিপাত কমায় পাহাড়ি ঢলের পরিমাণও কমে আসছে বলে জানান তিনি।

👉 নিউজবিজয় ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন ✅

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন।

NewsBijoy24.Com

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

সিলেটে বন্যার পানি কমতে শুরু করেছে

প্রকাশিত সময় :- ০২:০৫:৩১ অপরাহ্ন, শনিবার, ২১ মে ২০২২

টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সিলেট নগর তলিয়ে গিয়েছিল চার দিন আগে। শেষ পর্যন্ত কমতে শুরু করেছে পানি। গত ২৪ ঘণ্টায় নগরের বেশ কিছু এলাকায় পানি কমেছে। কোথাও এক ফুট কোথাও আবার দেড় ফুট পর্যন্ত পানি কমেছে।

শুক্রবার (২০ মে) বিকেলে সরেজমিনে নগরের মাছিমপুর, কলাপাড়া, লামাপাড়া, লালদিঘিরপার, কালীঘাট, সোবহানীঘাট, যতরপুর, উপশহর এলাকা ঘুরে তার বাস্তব চিত্র দেখা যায়।

সিলেট নগরের ১০ নম্বর ওয়ার্ডের কলাপাড়ার বাসিন্দা আব্দুল জব্বার ঢাকা পোস্টকে বলেন, গতকাল রাত থেকেই আমার ঘরের পানি কমতে শুরু করেছে। এর আগের দুদিন ঘরে প্রায় দুই ফিট পানি ছিল। এখনো আমার ঘরে পানি আছে। তবে তা এক ফুটের চেয়ে কম।

উপশহর এলাকার বাসিন্দা ওবায়দুল্লাহ বিন এফ রহমান বলেন, গত তিন দিন আগে আমার ঘরে পানি ওঠে। এতে ঘরের আসবাবপত্রসহ অনেক মূল্যবান জিনিসপত্র নষ্ট হয়ে যায়। কিন্তু আজ দুপুরের পর থেকে আমার ঘরে আর পানি নেই।

বেসরকারি ব্যাংকের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ঢাকা পোস্টকে বলেন, গত ২৪ ঘণ্টায় আমার এলাকা উপশহরের অনেক জায়গা থেকে পানি কমতে শুরু করেছে। এভাবে পানি কমতে থাকলে আশা করি আগামী তিন-চার দিন পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।

সিলেট জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসিফ আহমদ জানান, ইতোমধ্যে সিলেট নগরে বন্যার পানি কমতে শুরু করেছে। বিভিন্ন নদ-নদীর পানি বিপৎসীমার ওপরে থাকলেও গত দুদিন ধরে তা অনেকটা কমেছে।

আজ সুরমার পানি ছিল বিপৎসীমার ১৩ দশমিক ৬৯ সেন্টিমিটার উপরে, যা গতকাল ছিল ১৫ সেন্টিমিটারেরও বেশি। ভারতের মেঘালয়ে বৃষ্টিপাত কমায় পাহাড়ি ঢলের পরিমাণও কমে আসছে বলে জানান তিনি।