ঢাকা ০৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

মা-বাবাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

  • নিউজ বিজয় ডেস্ক :-
  • প্রকাশিত সময় :- ০৩:৫০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩
  • ৩৭১ পড়া হয়েছে। নিউজবিজয় ২৪.কম-১৫ ডিসেম্বরে ৯ বছরে পর্দাপন

সিলেটে মা-বাবাকে হত্যার দায়ে ছেলেকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে সিলেট জেলা দায়রা জজ আদালতের বিচারক সিনিয়র দায়রা জজ মশিউর রহমান চৌধুরী এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির নাম আতিক হোসেন খান ওরফে আতিকুর রহমান রাহেল (৩৫)।

রাষ্ট্রপক্ষের কুশলী অ্যাডভোকেট নিজাম উদ্দিন আহমদ জানান, ২০২০ সালের ২৭ মার্চ সিলেটের গোলাপগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বাবা আবদুল করিম খান (৬০) ও মা মিনারা বেগমকে (৪৫) কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করে আতিক হোসেন খান। ঘটনার পরদিন পুলিশ তাকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় তার ভাই দেলোয়ার হোসেন বাদী হয়ে গোলাপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এরপর ধারাবাহিক বিচারিক প্রক্রিয়া শেষে রায়ের তারিখ ঘোষণা করেন সিলেট জেলা দায়রা জজ আদালতের বিচারক। সকল সাক্ষ্য প্রমাণে আতিকুর রহমান দোষী সাব্যস্ত হওয়ার আদালত মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ ইকবাল হোসেন জানান, রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।

মামলার বিবরণে জানাযায়, ২০২০ সালের ২৭ মার্চ সকালে উপজেলার সুনামপুর গ্রামে আবদুল করিম খানের ছেলে আতিক হোসেন খান বাড়ির সামনের গাছ কাটতে গেলে তার বাবা করিম খান ও মা মিনারা বেগম বাধা দেন। এ সময় তাদের সাথে ছেলের বাকবিতণ্ডা হলে এক পর্যায়ে আতিক হোসেন উত্তেজিত হয়ে হাতে থাকা কোদাল দিয়ে বাবা ও মায়ের উপর হামলা করে। স্থানীয়রা তাদের চিৎকার শুনে এগিয়ে এলে আতিক পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই করিম খান মারা যান। পরে চিকিৎসাধীন অবস্থায় মিনারা বেগম মৃত্যুবরণ করেন।রায় ঘোষণাকালে আসামি আদালতে উপস্থিত ছিলেন।

নিউজবিজয়২৪/এফএইচএন

👉 নিউজবিজয় ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন ✅

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন।

NewsBijoy24.Com

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

দেশের বাজারে স্বর্ণের দাম কমলো

মা-বাবাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

প্রকাশিত সময় :- ০৩:৫০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩

সিলেটে মা-বাবাকে হত্যার দায়ে ছেলেকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে সিলেট জেলা দায়রা জজ আদালতের বিচারক সিনিয়র দায়রা জজ মশিউর রহমান চৌধুরী এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির নাম আতিক হোসেন খান ওরফে আতিকুর রহমান রাহেল (৩৫)।

রাষ্ট্রপক্ষের কুশলী অ্যাডভোকেট নিজাম উদ্দিন আহমদ জানান, ২০২০ সালের ২৭ মার্চ সিলেটের গোলাপগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বাবা আবদুল করিম খান (৬০) ও মা মিনারা বেগমকে (৪৫) কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করে আতিক হোসেন খান। ঘটনার পরদিন পুলিশ তাকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় তার ভাই দেলোয়ার হোসেন বাদী হয়ে গোলাপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এরপর ধারাবাহিক বিচারিক প্রক্রিয়া শেষে রায়ের তারিখ ঘোষণা করেন সিলেট জেলা দায়রা জজ আদালতের বিচারক। সকল সাক্ষ্য প্রমাণে আতিকুর রহমান দোষী সাব্যস্ত হওয়ার আদালত মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ ইকবাল হোসেন জানান, রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।

মামলার বিবরণে জানাযায়, ২০২০ সালের ২৭ মার্চ সকালে উপজেলার সুনামপুর গ্রামে আবদুল করিম খানের ছেলে আতিক হোসেন খান বাড়ির সামনের গাছ কাটতে গেলে তার বাবা করিম খান ও মা মিনারা বেগম বাধা দেন। এ সময় তাদের সাথে ছেলের বাকবিতণ্ডা হলে এক পর্যায়ে আতিক হোসেন উত্তেজিত হয়ে হাতে থাকা কোদাল দিয়ে বাবা ও মায়ের উপর হামলা করে। স্থানীয়রা তাদের চিৎকার শুনে এগিয়ে এলে আতিক পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই করিম খান মারা যান। পরে চিকিৎসাধীন অবস্থায় মিনারা বেগম মৃত্যুবরণ করেন।রায় ঘোষণাকালে আসামি আদালতে উপস্থিত ছিলেন।

নিউজবিজয়২৪/এফএইচএন