ঢাকা ০৪:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

পঙ্কজ ভট্টাচার্য লাইফ সাপোর্টে

  • নিউজ বিজয় ডেস্ক :-
  • প্রকাশিত সময় :- ১২:২৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৩ এপ্রিল ২০২৩
  • ৩৪৪ পড়া হয়েছে। নিউজবিজয় ২৪.কম-১৫ ডিসেম্বরে ৯ বছরে পর্দাপন

ঐক্য ন্যাপের সভাপতি ও দেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক পঙ্কজ ভট্টাচার্য গুরুতর অসুস্থ। ৮৩ বছর বয়সী এই প্রবীণ রাজনীতিবিদ এখন ঢাকায় হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন।

হাসপাতালে অধ্যাপক কামরুল হুদার অধীনে পঙ্কজ ভট্টাচার্যের চিকিৎসা চলছে বলে তার পারিবারের সূত্রে জানা গেছে।

পঙ্কজ ভট্টাচার্য বেশকিছু বছর ধরে ফুসফুসের জটিল রোগে আক্রান্ত।
গত বছর তার প্রস্টেট অপারেশন করা হয়। এর পরপরই তিনি করোনায় আক্রান্ত হন। গত অক্টোবরে রাইট হেমিকোলেকটোমি অপারেশন হয়। একাধিকবার নিউমোনিয়া হয় তাঁর। এত দিন তিনি বাড়িতে ছিলেন। গত ১১ এপ্রিল থেকে আবার নিউমোনিয়ার লক্ষণ দেখা দেয়। চিকিৎসায় উন্নতি না হওয়ায় ১৭ এপ্রিল তাকে হেলথ অ্যান্ড হোপের আইসিইউতে ভর্তি করা হয়। আজ সকালে তাঁকে ভেন্টিলেটর সাপোর্ট দিতে হয়েছে।

পঙ্কজ ভট্টাচার্যের জন্ম ১৯৩৯ সালের আগস্ট মাসে। চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়া গ্রামে বেড়ে ওঠেন তিনি। তার বাবা একজন স্কুল শিক্ষক ছিলেন।

হেলথ অ্যান্ড হোপ হাসপাতালের ডা. লেনিন চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘পঙ্কজ ভট্টাচার্য শনিবার সকালে হৃদরোগে আক্রান্ত হন। এরপর থেকে আমরা তাকে লাইফ সাপোর্টে রেখেছি। ’

কিছু বার্ধক্যজনিত জটিলতায় পঙ্কজ ভট্টাচার্যকে গত ১৭ এপ্রিল হাসপাতালে ভর্তি করা হয়েছিল বলেও জানান ডা. লেনিন চৌধুরী।

পঙ্কজ ভট্টাচার্য বামপন্থী আদর্শে বিশ্বাসী রাজনীতিবিদদের একজন। তিনি তার আদর্শ ধরে রেখে প্রায় সারা জীবন কাটিয়েছেন।

উজবিজয়২৪/এফএইচএন

👉 নিউজবিজয় ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন ✅

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন।

NewsBijoy24.Com

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

নামাজের সময়সূচি: ২৬ এপ্রিল ২০২৪

পঙ্কজ ভট্টাচার্য লাইফ সাপোর্টে

প্রকাশিত সময় :- ১২:২৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৩ এপ্রিল ২০২৩

ঐক্য ন্যাপের সভাপতি ও দেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক পঙ্কজ ভট্টাচার্য গুরুতর অসুস্থ। ৮৩ বছর বয়সী এই প্রবীণ রাজনীতিবিদ এখন ঢাকায় হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন।

হাসপাতালে অধ্যাপক কামরুল হুদার অধীনে পঙ্কজ ভট্টাচার্যের চিকিৎসা চলছে বলে তার পারিবারের সূত্রে জানা গেছে।

পঙ্কজ ভট্টাচার্য বেশকিছু বছর ধরে ফুসফুসের জটিল রোগে আক্রান্ত।
গত বছর তার প্রস্টেট অপারেশন করা হয়। এর পরপরই তিনি করোনায় আক্রান্ত হন। গত অক্টোবরে রাইট হেমিকোলেকটোমি অপারেশন হয়। একাধিকবার নিউমোনিয়া হয় তাঁর। এত দিন তিনি বাড়িতে ছিলেন। গত ১১ এপ্রিল থেকে আবার নিউমোনিয়ার লক্ষণ দেখা দেয়। চিকিৎসায় উন্নতি না হওয়ায় ১৭ এপ্রিল তাকে হেলথ অ্যান্ড হোপের আইসিইউতে ভর্তি করা হয়। আজ সকালে তাঁকে ভেন্টিলেটর সাপোর্ট দিতে হয়েছে।

পঙ্কজ ভট্টাচার্যের জন্ম ১৯৩৯ সালের আগস্ট মাসে। চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়া গ্রামে বেড়ে ওঠেন তিনি। তার বাবা একজন স্কুল শিক্ষক ছিলেন।

হেলথ অ্যান্ড হোপ হাসপাতালের ডা. লেনিন চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘পঙ্কজ ভট্টাচার্য শনিবার সকালে হৃদরোগে আক্রান্ত হন। এরপর থেকে আমরা তাকে লাইফ সাপোর্টে রেখেছি। ’

কিছু বার্ধক্যজনিত জটিলতায় পঙ্কজ ভট্টাচার্যকে গত ১৭ এপ্রিল হাসপাতালে ভর্তি করা হয়েছিল বলেও জানান ডা. লেনিন চৌধুরী।

পঙ্কজ ভট্টাচার্য বামপন্থী আদর্শে বিশ্বাসী রাজনীতিবিদদের একজন। তিনি তার আদর্শ ধরে রেখে প্রায় সারা জীবন কাটিয়েছেন।

উজবিজয়২৪/এফএইচএন