ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকাসহ ৪ বিভাগের বৃষ্টি নিয়ে যে সুখবর দিলো আবহাওয়া অধিদপ্তর

  • নিউজ বিজয় ডেস্ক :-
  • প্রকাশিত সময় :- ১২:৪২:০৪ অপরাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩
  • ৫৭৬ পড়া হয়েছে। নিউজবিজয় ২৪.কম-১৫ ডিসেম্বরে ৯ বছরে পর্দাপন

গত কয়েক দিনের অসহনীয় গরমের পর ধীরে ধীরে কমতে শুরু করেছে তাপমাত্রা। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কিছুটা তাপমাত্রা কমেছে। এর মধ্যে বৃষ্টির দেখা মিলেছে সিলেট অঞ্চলে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী সিলেটে আগামী ২৪ ঘণ্টায়ও দুই-এক জায়গায় বৃষ্টি হতে পারে। একই সঙ্গে ঢাকাসহ দেশের আরও দুই বিভাগে সীমিত পরিসরে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার (১৮ এপ্রিল) আবহাওয়াবিদরা জানান, এখন ক্রমেই ঝড়-বৃষ্টির প্রবণতা বাড়বে। তবে তাপমাত্রা কমে স্বস্তিদায়ক অবস্থা আসতে আরও কিছুদিন সময় লাগবে। এখন তাপমাত্রা কমলেও জলীয় বাষ্পবাহী দক্ষিণা বাতাস আসছে। তাই শরীর ঘেমে অস্বস্তি বাড়ছে।

আবহাওয়াবিদ মো. বজরুল রশীদ বলেন, আগামী শুক্র ও শনিবার রাজধানীতে বৃষ্টির হওয়ার সম্ভাবনা আছে।

দেশে গত ৭ এপ্রিল থেকে বৃষ্টি নেই। অনেক স্থানে তাপমাত্রা ৪০ ডিগ্রি পার হয়ে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে।

সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছিল পাবনার ঈশ্বরদীকে। সেখানে আজ তা কমে হয়েছে ৪০ দশমিক ২ ডিগ্রি। মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে রাজশাহীতে, একদিন আগে যা ছিল ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

দুই দিন আগে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি পার হলেও দুইদিনের ব্যবধানে তা অনেকটাই কমে গেছে। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা গতকালের চেয়ে এক ডিগ্রি কমে হয়েছে ৩৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। সোমবার ঢাকারে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

মঙ্গলবার (১৮ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দুই-এক জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

নিউজবিজয়২৪/এফএইচএন

👉 নিউজবিজয় ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন ✅

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন।

NewsBijoy24.Com

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

বাংলাদেশের উন্নতি দেখে এখন লজ্জিত হই : পাকিস্তানের প্রধানমন্ত্রী

ঢাকাসহ ৪ বিভাগের বৃষ্টি নিয়ে যে সুখবর দিলো আবহাওয়া অধিদপ্তর

প্রকাশিত সময় :- ১২:৪২:০৪ অপরাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩

গত কয়েক দিনের অসহনীয় গরমের পর ধীরে ধীরে কমতে শুরু করেছে তাপমাত্রা। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কিছুটা তাপমাত্রা কমেছে। এর মধ্যে বৃষ্টির দেখা মিলেছে সিলেট অঞ্চলে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী সিলেটে আগামী ২৪ ঘণ্টায়ও দুই-এক জায়গায় বৃষ্টি হতে পারে। একই সঙ্গে ঢাকাসহ দেশের আরও দুই বিভাগে সীমিত পরিসরে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার (১৮ এপ্রিল) আবহাওয়াবিদরা জানান, এখন ক্রমেই ঝড়-বৃষ্টির প্রবণতা বাড়বে। তবে তাপমাত্রা কমে স্বস্তিদায়ক অবস্থা আসতে আরও কিছুদিন সময় লাগবে। এখন তাপমাত্রা কমলেও জলীয় বাষ্পবাহী দক্ষিণা বাতাস আসছে। তাই শরীর ঘেমে অস্বস্তি বাড়ছে।

আবহাওয়াবিদ মো. বজরুল রশীদ বলেন, আগামী শুক্র ও শনিবার রাজধানীতে বৃষ্টির হওয়ার সম্ভাবনা আছে।

দেশে গত ৭ এপ্রিল থেকে বৃষ্টি নেই। অনেক স্থানে তাপমাত্রা ৪০ ডিগ্রি পার হয়ে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে।

সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছিল পাবনার ঈশ্বরদীকে। সেখানে আজ তা কমে হয়েছে ৪০ দশমিক ২ ডিগ্রি। মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে রাজশাহীতে, একদিন আগে যা ছিল ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

দুই দিন আগে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি পার হলেও দুইদিনের ব্যবধানে তা অনেকটাই কমে গেছে। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা গতকালের চেয়ে এক ডিগ্রি কমে হয়েছে ৩৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। সোমবার ঢাকারে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

মঙ্গলবার (১৮ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দুই-এক জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

নিউজবিজয়২৪/এফএইচএন