ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ট্রেনের ৭-৮ মের ফিরতি টিকিট বিক্রি শুরু

  • ঢাকা:-
  • প্রকাশিত সময় :- ১২:৫৬:৩৫ অপরাহ্ন, বুধবার, ৪ মে ২০২২
  • ২৮১ পড়া হয়েছে। নিউজবিজয় ২৪.কম-১৫ ডিসেম্বরে ৯ বছরে পর্দাপন

রাজধানীতে ফেরার সুবিধার্থে ঢাকা-রাজশাহী রু‌টে চলাচলকারী বনলতা এক্স‌প্রেস ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল করা হ‌য়ে‌ছে
পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে এবার যার যার কর্মস্থলে ফেরার পালা। ঢাকায় ফিরতে চাওয়া যাত্রীদের জন্য ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ (বুধবার, ৪ মে) সকাল ৮টা থেকে ৭ ও ৮ মের টিকিট বিক্রি করছে রেলওয়ে কর্তৃপক্ষ।

বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা গেছে, যে স্টেশন থেকে যাত্রা, সেই স্টেশন থেকেই দেওয়া হচ্ছে ফিরতি টিকিট। এ জন্য স্টেশনগুলোর কাউন্টারে ফিরতি টিকিটের জন্য খুব বেশি একটা লাইন দেখা যায়নি। গত ১ মে থেকে ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু হয়।

কমলাপুর রেলস্টেশনের স্টেশন ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার সম্প্রতি সংবাদমাধ্যমকে বলেছিলেন, দেশের যে স্টেশন থেকে যাত্রা, যেখান থেকেই ফিরতি অগ্রিম টিকিট পাওয়া যাবে। পাশাপাশি অনলাইনেও মিলছে ফিরতি টিকিট। এ টিকিট নিয়ে অনলাইন এবং কাউন্টারে কোনো চাপ নেই।

এদিকে রাজধানীতে ফেরার সুবিধার্থে ঢাকা-রাজশাহী রু‌টে চলাচলকারী বনলতা এক্স‌প্রেস ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল করা হ‌য়ে‌ছে।

মঙ্গলবার (০৩ মে) বাংলাদেশ রেলওয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবে আগামী শুক্রবার (০৬ মে)। এ লক্ষ্যে বুধবার (০৪ মে) সকাল ৮টা থেকে যথারীতি এ ট্রেনের টিকিট বিক্রি হবে বলে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতি শুক্রবার বনলতা এক্সপ্রেসের সাপ্তাহিক ছুটি। কিন্তু ঈদের ছুটি শেষে ঢাকামুখী যাত্রীর চাপ রয়েছে। তাই বনলতার সাপ্তাহিক ছুটি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পৃথক আরেক বিজ্ঞপ্তিতে রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, বুধবার (০৪ মে) থেকে করোতোয়া এক্সপ্রেস, সীমান্ত এক্সপ্রেস, মধুমতি এক্সপ্রেস, নীলসাগর (ঢাকাগামী), রংপুর এক্সপ্রেস (ঢাকাগামী), টুঙ্গিপাড়া এক্সপ্রেস, একতা (ঢাকামুখী) পঞ্চগড় এক্সপ্রেস, বাংলাবান্ধা (পঞ্চগড়গামী), কপোতাক্ষ এক্সপ্রেস, বরেন্দ্র এক্সপ্রেস, পদ্মা এক্সপ্রেস যথারীতি চলাচল করবে।এ ছাড়া স্বপ্নীল কমিউটার লোকাল ট্রেন যাত্রী পরিবহন করবে।

👉 নিউজবিজয় ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন ✅

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন।

NewsBijoy24.Com

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি নয়, এবার নতুন দাবি

ট্রেনের ৭-৮ মের ফিরতি টিকিট বিক্রি শুরু

প্রকাশিত সময় :- ১২:৫৬:৩৫ অপরাহ্ন, বুধবার, ৪ মে ২০২২

রাজধানীতে ফেরার সুবিধার্থে ঢাকা-রাজশাহী রু‌টে চলাচলকারী বনলতা এক্স‌প্রেস ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল করা হ‌য়ে‌ছে
পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে এবার যার যার কর্মস্থলে ফেরার পালা। ঢাকায় ফিরতে চাওয়া যাত্রীদের জন্য ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ (বুধবার, ৪ মে) সকাল ৮টা থেকে ৭ ও ৮ মের টিকিট বিক্রি করছে রেলওয়ে কর্তৃপক্ষ।

বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা গেছে, যে স্টেশন থেকে যাত্রা, সেই স্টেশন থেকেই দেওয়া হচ্ছে ফিরতি টিকিট। এ জন্য স্টেশনগুলোর কাউন্টারে ফিরতি টিকিটের জন্য খুব বেশি একটা লাইন দেখা যায়নি। গত ১ মে থেকে ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু হয়।

কমলাপুর রেলস্টেশনের স্টেশন ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার সম্প্রতি সংবাদমাধ্যমকে বলেছিলেন, দেশের যে স্টেশন থেকে যাত্রা, যেখান থেকেই ফিরতি অগ্রিম টিকিট পাওয়া যাবে। পাশাপাশি অনলাইনেও মিলছে ফিরতি টিকিট। এ টিকিট নিয়ে অনলাইন এবং কাউন্টারে কোনো চাপ নেই।

এদিকে রাজধানীতে ফেরার সুবিধার্থে ঢাকা-রাজশাহী রু‌টে চলাচলকারী বনলতা এক্স‌প্রেস ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল করা হ‌য়ে‌ছে।

মঙ্গলবার (০৩ মে) বাংলাদেশ রেলওয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবে আগামী শুক্রবার (০৬ মে)। এ লক্ষ্যে বুধবার (০৪ মে) সকাল ৮টা থেকে যথারীতি এ ট্রেনের টিকিট বিক্রি হবে বলে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতি শুক্রবার বনলতা এক্সপ্রেসের সাপ্তাহিক ছুটি। কিন্তু ঈদের ছুটি শেষে ঢাকামুখী যাত্রীর চাপ রয়েছে। তাই বনলতার সাপ্তাহিক ছুটি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পৃথক আরেক বিজ্ঞপ্তিতে রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, বুধবার (০৪ মে) থেকে করোতোয়া এক্সপ্রেস, সীমান্ত এক্সপ্রেস, মধুমতি এক্সপ্রেস, নীলসাগর (ঢাকাগামী), রংপুর এক্সপ্রেস (ঢাকাগামী), টুঙ্গিপাড়া এক্সপ্রেস, একতা (ঢাকামুখী) পঞ্চগড় এক্সপ্রেস, বাংলাবান্ধা (পঞ্চগড়গামী), কপোতাক্ষ এক্সপ্রেস, বরেন্দ্র এক্সপ্রেস, পদ্মা এক্সপ্রেস যথারীতি চলাচল করবে।এ ছাড়া স্বপ্নীল কমিউটার লোকাল ট্রেন যাত্রী পরিবহন করবে।