ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১০ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ

https://www.newsbijoy24.com/category/dengue-update/

৭ কলেজে ভর্তির মনোনয়নের চতুর্থ তালিকা প্রকাশ

  • অনলাইন ডেস্ক :-
  • প্রকাশিত সময় :- ০৫:০১:০৩ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩
  • ২৫২ পড়া হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের (২০২২-২৩ শিক্ষাবর্ষ) আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের (স্নাতক) প্রথম বর্ষে ভর্তির জন্য চতুর্থ মনোনয়ন তালিকা প্রকাশ করা হয়েছে।

আজ সোমবার (১১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি কলেজগুলোর জন্য নির্ধারিত ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়। এ তালিকায় বিজ্ঞান, বাণিজ্য এবং কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের আসন খালি থাকা সাপেক্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ‘কলেজ-বিষয়’ মনোনয়ন দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাবির অনলাইন ভর্তি কমিটি কমিটির আহ্বায়ক এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজের চতুর্থ মনোনয়ন তালিকা প্রকাশ করা হয়েছে। মনোনীত বিষয় দেখতে ওয়েবসাইটের ড্যাশবোর্ড থেকে বিষয় মনোনয়ন বাটনে ক্লিক করতে হবে। যেসব শিক্ষার্থী মনোনয়ন পেয়েছে তাদের বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৩ টা পর্যন্ত বিষয় মাইগ্রেশন বন্ধ অথবা চালু করতে পারবে। এক্ষেত্রে অগ্রিম ফি তিন হাজার টাকা দিতে হবে।

তিনি আরও বলেন, এ সময়ের মধ্যে উল্লিখিত অগ্রিম ফি জমা না দিলে পরীক্ষার্থী ভর্তি হতে ইচ্ছুক নয় বলে বিবেচ্য হবে এবং পরবর্তী মাইগ্রেশনে তাকে অনুপস্থিত দেখানো হবে। একইসঙ্গে আগামী ১৬ সেপ্টেম্বর বিকেলে পঞ্চম ও শেষ মনোনয়ন তালিকা প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

অন্যদিকে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজের (২০২২-২৩ শিক্ষাবর্ষ) অনার্স (স্নাতক) প্রথম বর্ষের ক্লাস শুরু হবে আগামী ২০ সেপ্টেম্বর থেকে। আর এবার সাত কলেজে ভর্তির জন্য মোট ৪৫ হাজার ৬২০টি আবেদন জমা পড়েছিল। এর মধ্যে বিজ্ঞান ইউনিটে ১৬ হাজার ৭৭৩টি, কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ১৭ হাজার ৩২০টি এবং বাণিজ্য ইউনিটে ১১ হাজার ৫২৭টি বিষয় ও কলেজ পছন্দের আবেদন জমা পড়েছে। এর বিপরীতে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে (স্নাতক) শিক্ষার্থী ভর্তির জন্য তিনটি ইউনিটে মোট আসন রয়েছে ২৩ হাজার ৪৯০টি। যেখানে কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে আসন সংখ্যা নয় হাজার ৯৭৯টি, ব্যবসায় শিক্ষা ইউনিটে আসন সংখ্যা চার হাজার ৮৯২টি এবং বিজ্ঞান ইউনিটে মোট আসন সংখ্যা ৮ হাজার ৬১৯টি।

নিউজবিজয়/এফএইচএন

সকল সংবাদ পেতে ফেসবুক পেজে লাইক দিয়ে সাথে থাকুন…

নিউজবিজয় ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন।

NewsBijoy24.Com

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

ডেঙ্গুতে আরও ১৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩০৩৩

https://i0.wp.com/www.bd-pratidin.com/assets/newDesktop/sp-img/dengu-desktop.gif?ssl=1

৭ কলেজে ভর্তির মনোনয়নের চতুর্থ তালিকা প্রকাশ

প্রকাশিত সময় :- ০৫:০১:০৩ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের (২০২২-২৩ শিক্ষাবর্ষ) আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের (স্নাতক) প্রথম বর্ষে ভর্তির জন্য চতুর্থ মনোনয়ন তালিকা প্রকাশ করা হয়েছে।

আজ সোমবার (১১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি কলেজগুলোর জন্য নির্ধারিত ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়। এ তালিকায় বিজ্ঞান, বাণিজ্য এবং কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের আসন খালি থাকা সাপেক্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ‘কলেজ-বিষয়’ মনোনয়ন দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাবির অনলাইন ভর্তি কমিটি কমিটির আহ্বায়ক এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজের চতুর্থ মনোনয়ন তালিকা প্রকাশ করা হয়েছে। মনোনীত বিষয় দেখতে ওয়েবসাইটের ড্যাশবোর্ড থেকে বিষয় মনোনয়ন বাটনে ক্লিক করতে হবে। যেসব শিক্ষার্থী মনোনয়ন পেয়েছে তাদের বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৩ টা পর্যন্ত বিষয় মাইগ্রেশন বন্ধ অথবা চালু করতে পারবে। এক্ষেত্রে অগ্রিম ফি তিন হাজার টাকা দিতে হবে।

তিনি আরও বলেন, এ সময়ের মধ্যে উল্লিখিত অগ্রিম ফি জমা না দিলে পরীক্ষার্থী ভর্তি হতে ইচ্ছুক নয় বলে বিবেচ্য হবে এবং পরবর্তী মাইগ্রেশনে তাকে অনুপস্থিত দেখানো হবে। একইসঙ্গে আগামী ১৬ সেপ্টেম্বর বিকেলে পঞ্চম ও শেষ মনোনয়ন তালিকা প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

অন্যদিকে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজের (২০২২-২৩ শিক্ষাবর্ষ) অনার্স (স্নাতক) প্রথম বর্ষের ক্লাস শুরু হবে আগামী ২০ সেপ্টেম্বর থেকে। আর এবার সাত কলেজে ভর্তির জন্য মোট ৪৫ হাজার ৬২০টি আবেদন জমা পড়েছিল। এর মধ্যে বিজ্ঞান ইউনিটে ১৬ হাজার ৭৭৩টি, কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ১৭ হাজার ৩২০টি এবং বাণিজ্য ইউনিটে ১১ হাজার ৫২৭টি বিষয় ও কলেজ পছন্দের আবেদন জমা পড়েছে। এর বিপরীতে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে (স্নাতক) শিক্ষার্থী ভর্তির জন্য তিনটি ইউনিটে মোট আসন রয়েছে ২৩ হাজার ৪৯০টি। যেখানে কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে আসন সংখ্যা নয় হাজার ৯৭৯টি, ব্যবসায় শিক্ষা ইউনিটে আসন সংখ্যা চার হাজার ৮৯২টি এবং বিজ্ঞান ইউনিটে মোট আসন সংখ্যা ৮ হাজার ৬১৯টি।

নিউজবিজয়/এফএইচএন