ঢাকা ০১:৩৮ অপরাহ্ন, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

২৮ দিন পর ঘুরল আন্তঃনগর ট্রেনের চাকা

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দীর্ঘ ২৮ দিন বন্ধ থাকার পর আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল থেকে দূরপাল্লার গন্তব্যে ছুটে যাচ্ছে আন্তঃনগর ট্রেন। তবে এদিন সব ট্রেন চলছে না।
গত ১২ আগস্ট বিকেল ৫টা থেকেই কাউন্টার ও অনলাইনে মিলছে আন্তঃনগর ট্রেনের টিকিট।

এর আগে প্রথম ধাপে গত সোমবার (১২ আগস্ট) থেকে মালবাহী ট্রেন চলাচল শুরু হয়।

আর পরদিন মঙ্গলবার (১৩ আগস্ট) থেকে ছেড়ে যায় লোকাল ও কমিউটার ট্রেন। দীর্ঘ বিরতির পর ট্রেন চলাচল শুরু হলেও যাত্রীদের তেমন চাপ দেখা যায়নি।

ঢাকার কমলাপুর স্টেশনের মাস্টার আনোয়ার হোসেন বলেন, “ঢাকা থেকে প্রথম ট্রেন ছাড়বে বেলা ১টার পর। আমাদের এখান থেকে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন প্রথম ছেড়ে যাবে ১টার দিকে। সকালে যেসব ট্রেন ছেড়ে যায়, সেগুলোর রেক ঢাকায় নেই।

“সেগুলো ঢাকার বাইরের বিভিন্ন স্টেশনে আছে। যেমন চট্টগ্রাম থেকে বা অন্য স্টেশন থেকে সকালে আন্তঃনগর ট্রেন ছেড়ে আসবে। ঢাকা থেকে সেগুলো বিকালে যাবে বা কাল সকালে যাবে। কাল থেকে সবগুলো ট্রেন নির্ধারিত সময়ে চলাচল করবে।”

কোটা আন্দোলনের জেরে গত ১৮ জুলাই থেকে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। ১৩ দিন বন্ধ থাকার পর ১ আগস্ট স্বল্প দূরত্বে ট্রেন চলাচল শুরু হয়। দুদিন চলার পর ৩ আগস্ট শনিবার ফের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

এরপর ৫ আগস্ট শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার ১০ দিন বাদে আন্তঃনগর ট্রেনের চাকা ঘুরল।
আরও পড়ুন>>আজ যেমন থাকতে পারে আবহাওয়া

নিউজবিজয়২৪/এফএইচএন

👉 নিউজবিজয় ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন ✅

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন।

NewsBijoy24.Com

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

২৮ দিন পর ঘুরল আন্তঃনগর ট্রেনের চাকা

প্রকাশিত সময় :- ১২:৩৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দীর্ঘ ২৮ দিন বন্ধ থাকার পর আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল থেকে দূরপাল্লার গন্তব্যে ছুটে যাচ্ছে আন্তঃনগর ট্রেন। তবে এদিন সব ট্রেন চলছে না।
গত ১২ আগস্ট বিকেল ৫টা থেকেই কাউন্টার ও অনলাইনে মিলছে আন্তঃনগর ট্রেনের টিকিট।

এর আগে প্রথম ধাপে গত সোমবার (১২ আগস্ট) থেকে মালবাহী ট্রেন চলাচল শুরু হয়।

আর পরদিন মঙ্গলবার (১৩ আগস্ট) থেকে ছেড়ে যায় লোকাল ও কমিউটার ট্রেন। দীর্ঘ বিরতির পর ট্রেন চলাচল শুরু হলেও যাত্রীদের তেমন চাপ দেখা যায়নি।

ঢাকার কমলাপুর স্টেশনের মাস্টার আনোয়ার হোসেন বলেন, “ঢাকা থেকে প্রথম ট্রেন ছাড়বে বেলা ১টার পর। আমাদের এখান থেকে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন প্রথম ছেড়ে যাবে ১টার দিকে। সকালে যেসব ট্রেন ছেড়ে যায়, সেগুলোর রেক ঢাকায় নেই।

“সেগুলো ঢাকার বাইরের বিভিন্ন স্টেশনে আছে। যেমন চট্টগ্রাম থেকে বা অন্য স্টেশন থেকে সকালে আন্তঃনগর ট্রেন ছেড়ে আসবে। ঢাকা থেকে সেগুলো বিকালে যাবে বা কাল সকালে যাবে। কাল থেকে সবগুলো ট্রেন নির্ধারিত সময়ে চলাচল করবে।”

কোটা আন্দোলনের জেরে গত ১৮ জুলাই থেকে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। ১৩ দিন বন্ধ থাকার পর ১ আগস্ট স্বল্প দূরত্বে ট্রেন চলাচল শুরু হয়। দুদিন চলার পর ৩ আগস্ট শনিবার ফের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

এরপর ৫ আগস্ট শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার ১০ দিন বাদে আন্তঃনগর ট্রেনের চাকা ঘুরল।
আরও পড়ুন>>আজ যেমন থাকতে পারে আবহাওয়া

নিউজবিজয়২৪/এফএইচএন