ঢাকা ০৭:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

হিলি স্থলবন্দর দিয়ে নতুন শুল্কে পেঁয়াজ আমদানি শুরু

পেঁয়াজ রপ্তানির ওপর আরোপ করা ৪০ শতাংশ শুল্ক অর্ধেক করে ২০ শতাংশে নামিয়ে এনেছে ভারত সরকার। হ্রাসকৃত শুল্ক গত শনিবার থেকে কার্যকরও হয়। ভারতীয় কাস্টমস সার্ভারে তা হালনাগাদ না হওয়ায় এই দুই দিন ভারত থেকে কোনো পেঁয়াজ আমদানি হয়নি।

তবে মঙ্গলবার (১৭ সেপ্টম্বর) দুপুর থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, গত শনিবার থেকে নতুন শুল্ক কার্যকর হয়েছে। রোববার ভারতে ছুটির দিন থাকায় তা সার্ভারে যুক্ত করা যায়নি। সোমবারেও উভয় দেশে ছুটি ছিল। মঙ্গলবার সার্ভারে নতুন শুল্ক হার যুক্ত হয়েছে ফলে নতুন শুল্কের আওতায় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে।

তিনি আরও বলেন, রপ্তানিতে শুল্ক কমিয়ে এনেছে ভারত। এ ছাড়া প্রতি টন পেঁয়াজের ন্যূনতম রপ্তানি মূল্য ৫৫০ থেকে কমিয়ে ৪০৫ ডলার নির্ধারণ করা হয়েছে। এতে পেঁয়াজের দাম কমে আসবে বলে মনে করছেন ব্যবসায়ীরা।
হিলি কাস্টমসের তথ্যমতে মঙ্গলবার প্রথম দিনে ভারতীয় ৪ ট্রাকে ১২৩ টন পেঁয়াজ আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।

নিউজবিজয়২৪ডট কম/এফএইচএন

👉 নিউজবিজয় ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন ✅

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন।

NewsBijoy24.Com

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

এই প্রথম বাংলাদেশে আনন্দের সঙ্গে দুর্গোৎসব পালিত হচ্ছে: গয়েশ্বর

হিলি স্থলবন্দর দিয়ে নতুন শুল্কে পেঁয়াজ আমদানি শুরু

প্রকাশিত সময় :- ০৮:২৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪

পেঁয়াজ রপ্তানির ওপর আরোপ করা ৪০ শতাংশ শুল্ক অর্ধেক করে ২০ শতাংশে নামিয়ে এনেছে ভারত সরকার। হ্রাসকৃত শুল্ক গত শনিবার থেকে কার্যকরও হয়। ভারতীয় কাস্টমস সার্ভারে তা হালনাগাদ না হওয়ায় এই দুই দিন ভারত থেকে কোনো পেঁয়াজ আমদানি হয়নি।

তবে মঙ্গলবার (১৭ সেপ্টম্বর) দুপুর থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, গত শনিবার থেকে নতুন শুল্ক কার্যকর হয়েছে। রোববার ভারতে ছুটির দিন থাকায় তা সার্ভারে যুক্ত করা যায়নি। সোমবারেও উভয় দেশে ছুটি ছিল। মঙ্গলবার সার্ভারে নতুন শুল্ক হার যুক্ত হয়েছে ফলে নতুন শুল্কের আওতায় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে।

তিনি আরও বলেন, রপ্তানিতে শুল্ক কমিয়ে এনেছে ভারত। এ ছাড়া প্রতি টন পেঁয়াজের ন্যূনতম রপ্তানি মূল্য ৫৫০ থেকে কমিয়ে ৪০৫ ডলার নির্ধারণ করা হয়েছে। এতে পেঁয়াজের দাম কমে আসবে বলে মনে করছেন ব্যবসায়ীরা।
হিলি কাস্টমসের তথ্যমতে মঙ্গলবার প্রথম দিনে ভারতীয় ৪ ট্রাকে ১২৩ টন পেঁয়াজ আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।

নিউজবিজয়২৪ডট কম/এফএইচএন