দিনাজপুরের হিলিতে গভীর রাতে হিন্দু সম্প্রদায়ের ৯টি খড়ের পালায় আগুন দিয়েছে দূর্বৃত্তরা। বৃহস্প্রতিবার রাত ১২ টার দিকে উপজেলার সাধুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ২ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে জানান ভুক্তভোগীরা। গভীর রাতে এক সঙ্গে এতগুলো খড়ের পালায় আগুনের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভোক্তভোগীরা জানান, আমন মৌসুমের ধান মাড়াই শেষে জমির খড় রান্নার জ্বা লানি ও গরুর খাদ্যের জন্য অনেক কষ্ট করে পালা দিয়ে রেখে ছিলেন। দূর্বৃত্তের দেয়া আগুনে সেই পালা সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এখন গরুর খাদ্য ও রান্নায় কি জ্বা লানি ব্যবহার করবে সেই দু:শ্চিন্তা তাদের মধ্যে।
জানা গেছে ওই রাতে গ্রামের কৃষক শীতেস সরকার, নেপাল সরকার , সুপল সরকার চন্দ্র, গৌর সরকার, সমীর সরকার, প্রত্যুষ সরকার ও বৃদ্ধা মুক্তিরানীর ৯ টি খড়ের পালায় আগুন দেয় দূর্বৃত্তরা।
পরদিন শুক্রবার সকালে গিয়ে দেখা যায়, খড়ের পালা থেকে ধোঁয়া উঠছে। ধোঁয়ার দিকে অপলক তাকিয়ে রয়েছে ষাটঊদ্ধো বৃদ্ধা মুক্তি রানী। তিনি জানান, তাদের নিজস্ব আবাদযোগ্য কোন জমি নেই। বাড়িতে ৪ টি গরু রয়েছে। গরুর খাদ্যের কথা চিন্তা করে অন্যের ৩ বিঘা জমি বর্গা নিয়ে আমন ধান চাষ করেছিলেন। এতে খুব একটা লাভ না হলেও যে পরিমাণ খড় হয়েছে তা দিয়ে অন্তত ৬ মাসের জন্য গরুর খাদ্যের চিন্তা ছিলনা। কিন্তু গভীর রাতে দূর্বৃত্তের দেয়া আগুনে তার সেই খড় সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এখন গরুকে কি খায়াবে সেই দু:শ্চিন্তা। তিনি আক্ষেপ বলেন, আমাদের তো কারো সাথে শত্রুতা নেই। তাহলে কেন খড়ের পালায় আগুন দিল তারা। তারা কেন আমাদের মেরে ফেললনা।
উপজেলা পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক এবং আলীহাট ইউপি সদস্য দিপঙ্কর সরকার জানান, এ ঘটনায় আমরা হিন্দু সম্প্রদায় আতঙ্কগ্রস্থ। আমরা এ ঘটনায় কাউকে চিহ্নিত করতে পারছিনা। প্রশাসনের প্রতি অনুরোধ বিষয়টি গরুত্বসহকারে তদন্ত করে দুস্কৃতকারীদের আইনের আওতায় আনার।
বাংলা হিলি ফায়ার স্টেশনের ইনচার্জ মিজানুর রহমান জানান, রাত ১ টার দিকে খবর পেয়ে ঘটনস্থলে গিয়ে দেখা যায় এক সঙ্গে ৯টি ঘড়ে পালায় আগুন জ¦লছে। এক সঙ্গে এতোগুলো আগুন নিভানো কঠিন। তাই পাশ^বর্তী ঘোড়াঘাট ফায়ার স্টেশনের সহযোগীতায় ২ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে।
হাকিমপু (হিলি) থানা অফিসার ইনচার্জ (ওসি) সুজন মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ দিতে বলা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
নিউজবিজয়২৪ডট কম/এফএইচএন