রংপুরের কাউনিয়ার হারাগাছে লিফলেট বিতরন করে এক ব্যক্তিকে সালিশে জুতার মালা পরানো মামলায় মনিরুল আলম ঝন্টুকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে তাকে উপজেলার হারাগাছ ইউনিয়নের ধুমগড়া গ্রাম থেকে আটক করা হয়। গতকাল শুক্রবার তাকে রংপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
হারাগাছ থানার উপপরিদর্শক এসআই কমল মোহন্ত জানান, গত শুক্রবার হারাগাছ ধুমগড়ায় মিথ্যা অভিযোগ তুলে লিফলেট বিতরন করে এবং প্রকাশ্য সালিশ বৈঠক ঢেকে এক ব্যক্তিকে গলায় জুতার মালা পরিয়ে ঘুরায় মনির ও রাসেল সহ কয়েকজন ব্যক্তি। বিষয়টি জানাজানি হলে নির্যাতিত ওই ব্যক্তি বাদী হয়ে মনির ও রাসেলের নাম সহ অজ্ঞাত ২০ জনের নামে হারাগাছ থানায় অভিযোগ করে। পরে শনিবার রাতে অভিযান চালিয়ে আসামী মনিরকে আটক করে আদালতে সোপর্দ করা হয়।
এসআই কমল মোহন্ত বলেন, তদন্ত করে ধুমগড়ায় এলাকার মনিরুল আলম ঝন্টু লিফলেট বিতরন ও সালিশ বৈঠকের সাথে জড়িত থাকায় প্রমান পাওয়া যায়। পরে বৃহস্পতিবার অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গতকাল শুক্রবার তাকে রংপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
ব্রেকিং :-
হারাগাছে সালিশে জুতার মালা পরানোর মামলায় একজন গ্রেফতার
-
মো: মিজানুর রহমান, নিউজবিজয় প্রতিবেদক :-
- প্রকাশিত সময়:- ০৫:৫০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ অগাস্ট ২০২২
- 304
ট্যাগ:-
দেশ প্রতিদিন
জনপ্রিয় সংবাদ