রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় আদালতের পরোয়ানাভুক্ত নারী সহ ছয়জনকে গ্রেফতার করেছে।
তারা হলেন, কাউনিয়া উপজেলার সারাই ইউনিয়নের মাছহারী গ্রামের শামসুল আলম, সবুর মিয়া, রংপুর সিটি কর্পোরেশনের বাহার কাছনা রামগোবিন্দ গ্রামের বাবুল মিয়া, মোছাম্মদ মর্জিনা বেগম, ছোটপুল গ্রামের শামসুল মিয়া, বুদুকামলা গ্রামের মইনুল হোসেন।
তাদেরকে বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত গ্রেপ্তার দেখিয়ে গতকাল শুক্রবার রংপুর আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার ইন্সপেক্টর (তদন্ত) এবিএম ফিরোজ ওয়াহিদ।
তিনি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত হারাগাছ থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে পুলিশ।
তিনি আরো জানান, হারাগাছ থানাধীন বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের পাশাপাশি সামাজিক ও মানবিক অবক্ষয় রোধে মেট্রোপলিটন পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
ব্রেকিং :-
হারাগাছে নারী সহ ছয়জন গ্রেফতার
- মো: মিজানুর রহমান, নিউজবিজয় প্রতিবেদক :-
- প্রকাশিত সময় :- ০৬:২৭:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুন ২০২২
- 397
জনপ্রিয় সংবাদ