হাতীবান্ধা সরকারি খাদ্যগুদামে আনুষ্ঠানিক ভাবে চলতি আমন মৌসুমে অনলাইনে কৃষকের অ্যাপের মাধ্যমে ধান সংগ্রহের লটারী ও অভ্যন্তরীণ আমন সংগ্রহ ২০২৩-২০২৪ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল ১১-টায় খাদ্য বিভাগের আয়োজনে সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজির হোসেন। উপজেলা খাদ্যগুদাম চত্তরে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উপজেলা এল,এস,ডি (ভারপ্রাপ্ত) কর্মকর্তা নিউজ বিজয়কে জানান চলতি মৌসুমে ৪৪ টাকা কেজি দরে চাল এবং ৩০ টাকা কেজি দরে ধান ক্রয় করা হবে। ধান-চাল সংগ্রহ কার্যক্রমে উপজেলার ২৭ টি হ্যাসকিং মিল মালিকদের নিকট হতে ২৬৭ মেট্রিক টন চাল দেওয়ার চুক্তিবদ্ধ হয়েছে। আর ২৩৪ জন কৃষকের নিকট থেকে ধান ক্রয় করা হবে ৭০২ মেট্রিক টন।এই ক্রয় কার্যক্রম আগামী ২০২৪ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।
নিউজ বিজয় ২৪.কম/মোঃ নজরুল ইসলাম