লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়নের উত্তর বিছনদই এলাকায় এমএ আজ্জাতুল হাসান শান্ত নামে এক ব্যক্তির বিরুদ্ধে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ তুলেছেন ওই ইউনিয়ন পরিষদ।
সোমবার (১৬ মে) ইউনিয়ন পরিষদ হলরুমে মাসিক সভায় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়।
ইউনিয়ন পরিষদ সচিব আজহারুল ইসলাম আতিক জানান, মাসিক সভায় ওই ওয়ার্ডের ইউপি সদস্য ও গ্রাম পুলিশ অভিযোগ তুলেন আজ্জাতুল হাসান শান্ত নামে এক ব্যক্তি রাস্তার ১৫ টি সরকারী গাছ অবৈধভাবে কর্তন করেছেন। যার আনুমানিক মূল্য দুই লাখ টাকা। গাছ কর্তনের পর নিজের দোষ লুকানোর জন্য সংবাদ সম্মেলন করে চেয়ারম্যানের বিরুদ্ধে বিষোদগার করেছেন।
সভায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে নিয়ে বিষোদগারের প্রতিবাদসহ রাস্তার গাছ অবৈধভাবে কর্তনের দায়ে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাড. মশিউর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।