লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বীর মুক্তিযোদ্ধা মরহুম ডাঃ আতিয়ার রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৬ মে) বিকালে ঐ উপজেলার গড্ডিমারী দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। এতে পাটগ্রামের পানবাড়ি একাদশকে টাইব্রেকারে ৪-২ গোলে হাড়িয়ে নীলফামারীর ডিমলা উপজেলার নাওতারা একাদশ বিজয়ী হন।
গড্ডিমারী ইউনিয়ন পরিষদের আয়োজনে উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্পুর্ন খেলা উপভোগ করেন স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি।
গড্ডিমারী ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আবু বকর সিদ্দিক শ্যামলের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নাজির হোসেন, অফিসার্স ইনচার্জ (ওসি) এরশাদুল আলম, উপজেলা আওয়ামিলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, ডাউয়াবাড়ী ইউপি চেয়ারম্যান অ্যাডঃ মশিউর রহমান, সিঙ্গিমারী ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু। এসময় হাজার হাজার দর্শক খেলা উপভোগ করেন।
উদ্বোধনী নক-আউট খেলার প্রথম ও দ্বিতীয়ার্ধে ১-১ গোলে ড্রো হলে টাইব্রেকার অনুষ্ঠিত হয়। এতে ধানবাড়ি একাদশকে ৪-২ গোলে হাড়িয়ে নাওতারা একাদশ বিজয়ী হয়।জেলা ওয়ারী নক-আউট এ খেলায় ১৬টি জেলার ১৬টি দল অংশগ্রহণ করবে।