লালমনিরহাটের হাতীবান্ধায় উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।এবারের প্রতিপাদ্য- “৮০০ কোটি পৃথিবী , সকলের সুযোগ , পছন্দ ও অধিকার নিশ্চিত করে প্রানবন্ত ভবিষ্যত গড়ি।”বৃহস্পতিবার এ উপলক্ষ্যে একটি র্যালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র থেকে বের হয়ে স্থানীয় মেডিকেল মোড় প্রদক্ষিন শেষে এক আলোচনা সভায় মিলিত হয়।উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা খায়রুল ইসলামের সভাপতিত্বে এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন হাতীবান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মামুন, ইউএনও নাজির হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাঈম হাসান, টংভাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম হোসেন , ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম মন্ডল, সিন্দুর্না ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি নূরল আমিন প্রমুখ। আলোচনা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ দিবসে শ্রেষ্ট ইউনিয়ন পরিষদের সম্মাননা পান টংভাঙ্গা ইউনিয়ন পরিষদ।শ্রেষ্ট উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ধীমান রায়,শ্রেষ্ট পরিবার পরিকল্পনা পরিদর্শক সুমন কুমার দে,শ্রেষ্ট এফডব্লিউসি নওদাবাস,শ্রেষ্ট পরিবার কল্যাণ পরিদর্শিকা নিলীমা অধিকারী ও শ্রেষ্ট পরিবার কল্যাণ সহকারীর সম্মাননা পান মালেকা খাতুন।
নিউজবিজয়/এফএইচএন