লালমনিরহাটের হাতীবান্ধা বিজিবি’র তিস্তা ব্যাটালিয়ন-২(৬১ বিজিবি)’র উদ্যোগে মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে ৫০০০টি বিভিন্ন প্রজাতির মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি পালিত হয়েছে। বুধবার সকালে বড়খাতা ও নাজিরগোমানী বিওপিতে এ কর্মসূচি পালিত হয়েছে। উক্ত কর্মসূচির উদ্বোধন করেন বিজিবির তিস্তা ব্যাটালিয়ন-২(৬১ বিজিবি’র) উপ অধিনায়ক মেজর মোহাম্মদ নূরুদ্দিন খান। এসময় বিওপি’র বিওপি কমান্ডার এবং কর্তব্যরত ব্যতিত সকল সৈনিক উপস্থিত ছিলেন।প্রধান অতিথি নূরুদ্দিন খান উক্ত পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে সাংবাদিকদের বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সুখী- সমৃদ্ধ সোনার বাংলা গড়তে একটি সুস্থ জাতি গঠন আবশ্যক। একটি সুস্থ জাতি গঠনে আমিষের গুরুত্ব অপরিসীম।আমাদের আমিষের চাহিদা সিংহ ভাগই পূরণ করে মাছ। তাই বর্তমান পেক্ষাপটে মাছের বিকল্প নেই। এ বিষয়ের উপর গুরুত্বারোপ করে এবারের মৎস্য দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল,-“ নিরাপদ মাছে ভরব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ।”
ব্রেকিং :-
হাতীবান্ধায় বিজিবি’র মৎস পোনা অবমুক্তকরণ
-
মো: নূরল হক, নিউজবিজয় প্রতিবেদক:-
- "নিউজ বিজয়: এক দশকের মাইলফলক" প্রকাশিত সময় : ০৬:৪১:১৪ অপরাহ্ন, বুধবার, ২৭ জুলাই ২০২২
- 439
জনপ্রিয় সংবাদ