
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ এপ্রিল) বিকেলে ডাউয়াবাড়ী ইউনিয়ন বিএনপির আয়োজনে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ডাউয়াবাড়ী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব রবিউল ইসলামের সঞ্চালনায় আনোয়ারুল কবির ওয়াসিমের সভাপতিত্বে উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক মোশাররফ হোসেন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ন- আহবায়ক রফিকুল ইসলাম, শফিউল আলম বাবুল, বিএনপি নেতা ছাইয়াকুল ইসলাম।
উপজেলা বিএনপির আহবায়ক মোশাররফ বলেন দেশে এখন একনায়তন্ত্র চলছে আমরা অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তি চাই, সেই সাথে খালেদা জিয়ার জন্য দোয়া ও দীর্ঘায়ু কামনা করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন যুবদলের সচিব রেজাউল করিম, যুবদল নেতা ইউনুস আলী লাভলু ও আব্দুর রাজ্জাক বাবু প্রমুখ।