লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়ন বিএনপির আহবায়ক ও সদস্য সচিবের অন্তঃকোন্দল থাকায় এক ইউনিয়নের কমিটি অন্য ইউনিয়নে গঠন করার অভিযোগ উঠেছে।
জানা গেছে, কেন্দ্রীয় বিএনপির নির্দেশে জেলা, উপজেলা, ইউনিয়ন ওয়ার্ড কমিটি গঠন চলছে। এরই ধারাবাহিকতায় হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়ন বিএনপির (৫,৬,৭) নং ওয়ার্ড কমিটি গঠন হয়। এরপর অন্যান্য ওয়ার্ড কমিটি গঠন নিয়ে দ্বন্দ্ব বাধে ওই ইউনিয়ন বিএনপির আহবায়ক আনোয়ারুল কবির ওয়াসিম ও সদস্য সচিব রবিউল ইসলাম রবির মাঝে। পরবর্তীতে ৮ জুন সদস্য সচিব রবিউল ইসলাম রবি ওই ইউনিয়নের ১,২,৩,৪ নং ওয়ার্ডের কমিটি গঠন করতে চাইলে এতে আপত্তি জানান আহবায়ক আনোয়ারুল কবির ওয়াসিম। ফলে কমিটি গঠন নিয়ে উভয়ের মাঝে জটিলতা সৃষ্টি হয়। এদিকে বুধবার সদস্য সচিব রবিউল ইসলাম রবি আহবায়ক আনোয়ারুল কবির ওয়াসিমকে বাধ দিয়ে ডাউয়াবাড়ী ইউনিয়নের ঐ ৪টি ওয়ার্ডের কমিটি পুর্ব ডাউয়াবাড়ী গোলাপের স্কুল মাঠে বিকালে গঠন করতে চাইলে সেটা ভন্ডুল করার জন্য উক্ত স্থানে আহবায়ক আনোয়ারুল কবির ওয়াসিমের লোকজন অবস্থান করেন। এখবর পেয়ে সংঘর্ষ এড়াতে ঐদিন সন্ধ্যার পরে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ডাউয়াবাড়ীতে না গিয়ে পার্শ্ববর্তী পাটিকাপাড়া ইউনিয়নের সফিয়ার রহমানের চাতালে ওই ৪টি ওয়ার্ড কমিটি গঠন করেন।
এবিষয়ে ডাউয়াবাড়ী ইউনিয়ন বিএনপির আহবায়ক আনোয়ারুল কবির ওয়াসিম বলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান ছাড়া ডাউয়াবাড়ী ইউনিয়ন বিএনপির কোন ওয়ার্ড কমিটি গঠন হবেনা। কেউ করতে চাইলে সেটা আমি প্রতিহত করার চেষ্টা করব।
সদস্য সচিব রবিউল ইসলাম রবি বলেন, ওয়ার্ড কমিটি গঠনে আহবায়কের ব্যক্তিগত প্রস্তাবে আমি রাজি না হওয়ায় তিনি ঝামেলা করতেছেন। ফলে অন্য ইউনিয়নে কমিটি গঠন করা হয়।
উপজেলা বিএনপির আহবায়ক মোশাররফ হোসেন বলেন, পুর্বে নির্ধারিত তারিখ ঘোষণা অনুযায়ী আজকে ডাউয়াবাড়ী ইউনিয়নের ৪টি ওয়ার্ডের কমিটি গঠন করা হয়। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলে ঐ ইউনিয়ন বিএনপির আহবায়ক আনোয়ারুল কবির ওয়াসিমের আপত্তি থাকায় ৮,৯ নং ওয়ার্ড কমিটি গঠন স্থগিত করা হয়েছে।
নিউজবিজয়/এফএইচএন