
লালমনিরহাটের হাতীবান্ধায় প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকেলে হাতীবান্ধা অডিটোরিয়াম হলরুমে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হাতীবান্ধা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চুর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রংপুর বিভাগের শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী ও হাতীবান্ধা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামলীগের সাবেক আহবায়ক সাজ্জাদ হোসেন সাগর, সহ-সভাপতি কেষব চন্দ্র বর্মন, সাংগঠনিক সম্পাদক রওশন হাবিব খান মানিক, তোছাদ্দেক আলম খান রুবেল, জেলা আওয়ামীলীগের সদস্য অধ্যক্ষ মোতাহার হোসেন লাভলু, মহিলা লীগের সভানেত্রী রশিদা বেগম, সম্পাদিক মর্জিনা বেগম, টংভাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান সেলিম হোসেন, সিন্দুর্না ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নূরুল আমিন, যুব মহিলা লীগের যুগ্ন আহবায়ক আয়শা সিদ্দিকা যুবলীগের সম্পাদক শাহিনুর ইসলাম শাহিন প্রমুখ।