লালমনিরহাটের হাতীবান্ধা দইখাওয়া আদর্শ কলেজের আয়োজনে কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী ও বিদ্রোহী কবিতার শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে দুখু মিয়া থেকে নজরুল শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দইখাওয়া আদর্শ কলেজ অধ্যক্ষ মোফাজ্জল হোসেন এর সভাপতিত্বে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন রংপুর কারমাইকেল কলেজের বাংলা বিভাগের ভূতপূর্ব অধ্যাপক প্রফেসর মোহাম্মদ শাহ আলম। এতে আরো বক্তব্য রাখেন দইখাওয়া আদর্শ কলেজের বাংলা বিভাগের প্রভাষক লুৎফর রহমান,ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক আব্দুস সালাম ও কবি সাহিত্যিক ইসমত আরা প্রমূখ। আলোচনা শেষে কবিতা আবৃত্তি, নাতে রাসুল, আবৃত্তি অভিযান,আবৃত্তি/সংগীত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বরশৈলী পরিবারের পরিবেশনায় আবৃত্তি শিক্ষার্থীদের মাঝে আকর্ষন সৃষ্টি করে।
আরো পড়ুন>> হাতীবান্ধায় চিহ্নিত মাদক কারবারিকে রক্ষায় সংবাদ সম্মেলন!