লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার অধ্যাপক ও জননন্দিত লেখক আলী আখতার গোলাম কিবরিয়ার সন্তান মাসুদ আল ইসলাম বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেরটি কমিশনের [বিটিআরসি] সহকারী পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) পদে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন। জনাব মাসুদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এআইএস অনার্সে প্রথম শ্রেণী ও মাস্টার্সে প্রথম শ্রেণী পেয়ে উত্তীর্ণ হন।
সহকারী পরিচালকের এই গুরুত্বপূর্ণ পদটির জন্য লিখিত পরীক্ষায় দেশের ১০ হাজার মেধাবী পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। এর মধ্যে ৪ জনকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। এই ৪ জনের মধ্যে মাসুদ ১ম স্থান অধিকার করে নিয়োগ পেয়েছেন। বিটিআরসি আজ তাঁকে বার্তাটি পাঠিয়েছে।
দেশের গুরুত্বপূর্ণ এই পদে নিয়োগ পাওয়ায় হাতীবান্ধা উপজেলাসহ রংপুর বিভাগ ও দেশবিদেশের অনেকে তাঁকে অভিনন্দন জানিয়েছেন।