ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

হাতীবান্ধায় ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ,যুবক গ্রেপ্তার

লালমনিরহাটে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে জহুরুল মোল্লা ওরফে সাগর নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে জেলার হাতীবান্ধা উপজেলার দোয়ানী এলাকায় এমন ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা হাতীবান্ধা থানায় এজাহার দাখিল করেছেন। বর্তমানে ওই শিশু লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শিশু ধর্ষণের ঘটনায় এজাহার প্রাপ্তি ও একজনকে গ্রেপ্তারের বিষয়টি হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী নিশ্চিত করেছেন। জহুরুল মোল্লা ওরফে সাগর বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার আসকোর গ্রামের হেলার মোল্লার পুত্র। সে দোয়ানী এলাকায় বিদ‌্যুৎতের খুটি বসানোর কাজ করেন।
এজাহার সূত্র ও স্থানীয়দের দেয়া তথ্যমতে জানা গেছে, অভিযুক্ত সাগর তার কাজের প্রয়োজনে বিদুৎ সংযোগ নেয়ার অজুহাতে ভুক্তভোগী শিশুর বাড়িতে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে যায়। এ সময় বাড়িতে একা থাকা সাত বছর বয়সী ওই শিশুকে ২০ টাকার নোট দিয়ে লোভ দেখায় এবং ধর্ষণ করে। এসময় শিশুর চিৎকারে তার মা এগিয়ে আসলে সটকে পড়েন অভিযুক্ত সাগর। মা ও মেয়ের চিৎকারে শোরগোল পড়ে যায় ওই এলাকায়।

পরে অভিযুক্ত সাগরকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। আর ভুক্তভোগী শিশুকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে ভুক্তভোগী শিশু লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী বলেন, ভুক্তভোগী শিশুর পরিবার একটি এজাহার দিয়েছে। ভুক্তভোগী শিশুকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আমরা অভিযুক্ত জহুরুল মোল্লাকে (সাগর) গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করছি। তাকে আদালতে সোপর্দ করা হবে।

লালমনিরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. মো. সাদিক সোয়াদ বলেন, বৃহস্পতিবার রাত ১টার দিকে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রেফার্ড হয়ে আসা এক শিশুকে ভর্তি করানো হয়েছে। ওই শিশুর সঙ্গে যৌন নিপীড়ন করা হয়েছে বলে ভুক্তভোগী শিশুর পরিবারের সদস্যরা জানিয়েছে। বর্তমানে ওই শিশু চিকিৎসাধীন রয়েছে।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন :-

নিউজ বিজয়ের সম্পর্কে

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

এইচবিএল প্রেসিডেন্টের বাংলাদেশ সফর: আঞ্চলিক বাণিজ্য ও বিনিয়োগে নতুন অঙ্গীকার

হাতীবান্ধায় ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ,যুবক গ্রেপ্তার

প্রকাশিত সময়:- ০৪:৫৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

লালমনিরহাটে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে জহুরুল মোল্লা ওরফে সাগর নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে জেলার হাতীবান্ধা উপজেলার দোয়ানী এলাকায় এমন ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা হাতীবান্ধা থানায় এজাহার দাখিল করেছেন। বর্তমানে ওই শিশু লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শিশু ধর্ষণের ঘটনায় এজাহার প্রাপ্তি ও একজনকে গ্রেপ্তারের বিষয়টি হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী নিশ্চিত করেছেন। জহুরুল মোল্লা ওরফে সাগর বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার আসকোর গ্রামের হেলার মোল্লার পুত্র। সে দোয়ানী এলাকায় বিদ‌্যুৎতের খুটি বসানোর কাজ করেন।
এজাহার সূত্র ও স্থানীয়দের দেয়া তথ্যমতে জানা গেছে, অভিযুক্ত সাগর তার কাজের প্রয়োজনে বিদুৎ সংযোগ নেয়ার অজুহাতে ভুক্তভোগী শিশুর বাড়িতে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে যায়। এ সময় বাড়িতে একা থাকা সাত বছর বয়সী ওই শিশুকে ২০ টাকার নোট দিয়ে লোভ দেখায় এবং ধর্ষণ করে। এসময় শিশুর চিৎকারে তার মা এগিয়ে আসলে সটকে পড়েন অভিযুক্ত সাগর। মা ও মেয়ের চিৎকারে শোরগোল পড়ে যায় ওই এলাকায়।

পরে অভিযুক্ত সাগরকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। আর ভুক্তভোগী শিশুকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে ভুক্তভোগী শিশু লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী বলেন, ভুক্তভোগী শিশুর পরিবার একটি এজাহার দিয়েছে। ভুক্তভোগী শিশুকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আমরা অভিযুক্ত জহুরুল মোল্লাকে (সাগর) গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করছি। তাকে আদালতে সোপর্দ করা হবে।

লালমনিরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. মো. সাদিক সোয়াদ বলেন, বৃহস্পতিবার রাত ১টার দিকে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রেফার্ড হয়ে আসা এক শিশুকে ভর্তি করানো হয়েছে। ওই শিশুর সঙ্গে যৌন নিপীড়ন করা হয়েছে বলে ভুক্তভোগী শিশুর পরিবারের সদস্যরা জানিয়েছে। বর্তমানে ওই শিশু চিকিৎসাধীন রয়েছে।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন