লালমনিরহাটের হাতীবান্ধায় ৩দিন ব্যাপী ‘কৃষি মেলা -২০২৪’ উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম এই মেলার উদ্বোধন করেন। উপজেলা কৃষি কর্মকর্তা সুমন মিয়ার সভাপতি অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ মাহমুদুল হাসান, উপজেলা মাধ্যমিক অফিসার তারিকুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রাসেল মিয়া, উপজেলা আইসিটি অফিসার মনতাছির আহমেদ প্রমূখ।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন ।
২০২৩-২৪ অর্থ বছরের ‘কন্দাল ফসল উন্নয়ন প্রকল্প’ এর আওতায় অনুষ্ঠিত এই ৩ দিনব্যাপী কৃষি মেলাটি আগামী শুক্রবার বিকালে আনুষ্ঠানিক ভাবে শেষ হবে।
নিউজবিজয়২৪ডট কম/এফএইচএন