
লালমনিরহাটের হাতীবান্ধায় চাঁদা দিতে রাজী না হওয়ায়,হত্যার উদ্দেশ্যে ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের ঘটনা ঘটেছে।
গতকাল বুধবার মধ্যরাতে হাতীবান্ধার দইখাওয়া মোড়ের স্বাধীন হোটেলের মালিক লাভলু মিয়া( ৪১)কে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে স্থানীয় বখাটে রেজোয়ান।
এ ঘটনায় আজ বৃহস্পতিবার সকালে বখাটে রেজোয়ানকে আসামী করে হাতীবান্ধা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর পরিবার।
এ ঘটনায় দু’জন গুরুতর আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বখাটে রেজোয়ান (৩৫) ওই উপজেলার সিন্দুর্না ইউনিয়নের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।
থানায় লিখিত এজাহার সুত্রে জানা যায়, গত কাল বুধবার দিনে বখাটে রেজোয়ান ভুক্তভোগী ভাতের হোটেলের মালিক লাভলুর কাছে বারোশত টাকা চাঁদা দাবী করে কিন্তু ব্যবসায়ী লাভলু সেই টাকা দিতে অপারগতা প্রকাশ করলে এ নিয়ে দুজনের মধ্য কথা কাটাকাটি হয়।
এরই জের ধরে মধ্য রাতে লাভলু হাতীবান্ধা মেডিকেল মোড় হয়ে বাড়ীতে যাওয়ার সময় রেজোয়ান লোহার রড় ও প্যান্টের পকেটে রাখা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি মারধর ও কুপিয়ে পালিয়ে যায়। এ সময় ব্যবসায়ীর পঞ্চাশ হাজার টাকা ও ছিনতাই করে রেজোয়ান। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় একাধিক বার যোগাযোগ করা হলেও রেজোয়ান এর কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
তবে নাম প্রকাশ না করা শর্তে এলাকাবাসী জানান রেজোয়ান এলাকার একজন চিহ্নিত চাদাবাজ,সন্ত্রাসী ও নেশাগ্রস্ত। তার অত্যাচারে আমরা সবাই অতিষ্ঠ।
হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ শাহা আলম জানান, এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার ন্যায় বিচার চেয়ে থানায় অভিযোগ দায়ের করেছে। তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।