‘সমবায়ে গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশের ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের যৌথ উদ্যোগে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।কর্মসূচির মধ্যে ছিল পতাকা উত্তোলন, র্যালি ও আলোচনা সভা। শনিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে ইউএনও আতিকুল ইসলামের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মিজানুর রহমান চৌধুরী, প্রাণিসম্পদ কর্মকর্তা মাহমুদুল হাসান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা খায়রুল ইসলাম, স্বাস্থ্য প্রকৌশলী রাসেল মিয়া, যুব উন্নয়ন কর্মকর্তা শিহাব উদ্দিন, বাড়াইপাড়া উত্তর বাড়াইপাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক নূরল হক প্রমুখ।
নিউজবিজয়২৪ডট কম/এফএইচএন