বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া আন্দোলনকারীদের স্বেচ্ছায় পানি দিতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান মুগ্ধ। মৃত্যুর আগে গুলিবিদ্ধ অবস্থায়ও তাঁর কন্ঠে ধব্বনিত হতে দেখা গেছে, পানি লাগবে, পানি? এ অমর ধব্বনি আন্দোলনের গতিকে আরো বেগবান করে। আন্দোলনে সফলতা আসে।ক্ষমতাসীন সরকারের পতন হয়।
যে কারনে এ শ্লোগানটি এদেশের আন্দোলনকারীদের নিকট অমর বাণীতে রুপ নিয়েছে। এ স্মৃতিকে ধরে রাখতে হাতীবান্ধা নর্থল্যান্ড রেসিন্ডিশিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী আহনাফ ফাইয়াজ রঙ্গন স্থানীয় মেডিকেল মোড়ে মুগ্ধ’র ছবি এঁকে পাশে লিখেছেন পানি লাগবে, পানি? এমনিভাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দেয়াল লিখনে অংশ নিয়েছে। যেসব কর্ম, শ্লোগান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে সক্রিয় করতে ভূমিকা রাখছে সেসব কর্মকাণ্ড নিয়ে দেয়াল লিখনের কাজ চলছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিবর্ণ অতীতকে পিছনে ফেলে সামনে যাওয়ার প্রত্যয়ে লালমনিরহাটের হাতীবান্ধায় স্বপ্ন আঁকছেন শিক্ষার্থীরা। তাদের নতুন স্বপ্নের ভাবনা দেয়াল চিত্রে তুলে ধরছেন নতুন প্রজন্ম। শিক্ষার্থীদের এমন শিল্পকর্ম নজর কেড়েছে পথচারীদের। অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন তাদের নানামুখী কর্মযজ্ঞ। দেয়াল লিখনের পাশাপাশি সড়কে ট্রাফিকের কাজও পরিস্কার পরিচ্ছন্নতার কাজও করছেন শিক্ষার্থীরা। বুধবার লালমনিরহাটের হাতীবান্ধা মেডিকেল মোড় এলাকায় এমনেই দৃশ্য চোখে পড়ে। এ যেন তুলির আঁচড়ে প্রতিবাদ, সাম্য, ভ্রাতৃত্ব ও দেশপ্রেমের উজ্জল দৃষ্টান্ত। হাতীবান্ধা আলিমুদ্দিন ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী আফিয়া ফাহমিদা এনা বলেন, দেয়ালগুলো আমরা রঙ্গিন করে সাজাতে চাই।দেশের বীরত্ব গাঁথা দিয়ে ভরে ফেলতে চাই।রংপুরের আইইটির ডিপ্লোমা ইন্জিনিয়ারের শিক্ষার্থী মেহেদি হাসান বলেন, আমাদের শহরটাকে আমরা আমাদের মনের মতো করে সাজাতে চাই।
আরও পড়ুন>>>সাবেক সরকার প্রধানসহ সবার বিচার হবে: আইন উপদেষ্টা
নিউজবিজয়২৪/এফএইচএন