
লালমনিরহাটের হাতীবান্ধায় ভারতীয় মাদক ফেনসিডিলসহ মাদক সম্রাট নজরুল ইসলাম নজুকে আটক করেছে পুলিশ। এ সময় তার বাড়ি থেকে ১৬০ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদক ফেনসিডিল উদ্ধার করা হয়। নজুর বিরুদ্ধে ১২টির বেশী মাদক মামলা রয়েছে। নজু ও তার ছেলে আনারুল দুজনে দীর্ঘ দিন ধরে মাদকের কারবার করে আসছেন। কিন্তু অদৃশ্য কারণে এখন পর্যন্ত চিহ্নিত মাদক কারবারি আনারুল ধরা ছোয়ার বাইরে।
মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে নজরুল ইসলাম নজুকে লালমনিরহাট কারাগরে পাঠিয়েছে পুলিশ। এর আগে ওই দিন ভোরে নিজ বাড়ি থেকে নজুকে আটক করে পুলিশ।
নজরুল ইসলাম নজু উপজেলার বাড়াইপাড়া এলাকার মৃত আফছার উদ্দিনের ছেলে।
জানাগেছে, নজরুল ইসলাম নজু একজন চিহ্নিত মাদক কারবারি। তার নামে ১২টির বেশী মাদক মামলা রয়েছে। নজুর উপজেলা শহরে আনন্দ আবাসিক নামে দুই হোটেল রয়েছে। নজু ও তার ছেলে আনারুল সেই আবাসিক হোটেলে মাদক, জুয়া ও দেহ ব্যবসা পরিচালনা করেন। কিন্তু অদৃশ্য কারণে নজুর ছেলে এখনো ধরা ছোয়ার বাইরে।
এ বিষয়ে হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক (এসআই) মহিদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নজরুল ইসলাম নজুর বাড়িতে অভিযান চালিয়ে মাদকসহ নজুকে আটক করা হয়।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম বলেন, নজুর নামে মাদক দ্রব্য আইনে একটি মামলা করা হয়েছে। সেই মামলায় আদালতের মাধ্যমে নজরুল ইসলাম নজুকে লালমনিরহাট কারাগরে পাঠানো হয়েছে। এছাড়া নজুর বিরুদ্ধে আরও কয়েকটি মাদক মামলা রয়েছে।