
হাতীবান্ধা হাইওয়ে থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৪০ কেজি গাঁজাসহ এক মাদককারবারীরে আটক করেছে পুলিশ।
সোমবার ভোরে হাতীবান্ধা উপজেলার বড়খাতা রেল গেট এলাকার বটতলা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত আতিয়ার হোসেন(২৩) ওই উপজেলার বড়খাতা ইউনিয়নের পশ্চিম সারডুবী বাদামটারী গ্রামের সোহরাফ হোসেনের ছেলে।
হাতীবান্ধা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল হাকিম আজাদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বড়খাতা রেলগেট বটতলায় এক মাদককারবারী ট্র্রাকে করে বিপুল পরিমাণ মাদক নিয়ে বগুড়ার দিকে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ৪০ কেজি গাঁজাসহ ট্রাকের ড্রাইভারকে আটক করা হয়।এ সময় ট্রাকের হেলপার পালিয়ে যায়। আটক কৃত ট্রাকের ড্রাইভারকে আজ হাতীবান্ধা থানায় হস্তান্তর করা হয়েছে।