লালমনিহাটের হাতীবান্ধায় বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক সচেতনতা ও দায়বদ্ধতা বিষয়ক এক দিনব্যাপী কর্মশালা আজ বৃহস্পতিবার স্থানীয় আরডিআরএস অফিস হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
আইডিআরএস-বাংলাদেশের জননী প্রকল্পের আয়োজনে অনুষ্ঠিত ওই কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা খায়রুল ইসলাম। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাসুদ পারভেজ। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জননী প্রকল্পের গভ: রিলেশন এন্ড কমিউনিটি মবিলাইজেশন কর্মকর্তা নুর আলম, ক্যাপাসিটি বিল্ডিং এর অফিসার মিজানুর হক, মনিটরিং অফিসার রাসেল ইসলাম, হাতীবান্ধা প্রেসক্লাবের সভাপতি ইলিয়াস বসুনিয়া পবন প্রমূখ। কর্মশালায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব, ইমাম,পুরোহিত, শিক্ষক, কাজী ও সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন অংশগ্রহণ করেন।
এ সময় বাল্য বিয়ে প্রতিরোধে সামাজিক সচেতনতা ও দায়বদ্ধতা নিয়ে বিশদ আলোচনার মাধ্যমে কর্মপরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ হয়।
নিউজবিজয়২৪ডট কম/এফএইচএন