লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় কে বা কারা পুকুরের উপরে ধানের সঙ্গে বিষ মিশিয়ে রেখেছে, সে বিষে একে একে ৩৬টি হাঁস মারা গেছে। আরো ৬৪টি হাঁস নিখোঁজের দাবী। স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগ।
উপজেলার বাড়াইপাড়া গ্রামেএ ঘটনায় মৃত শহির উদ্দিনের ছেলে শাহিনুর ইসলাম বাদী হয়ে আব্দুল মতিন ও আব্দুল আউয়াল নামের দু’জনকে আসামী করে স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। তিনি বলেন, হাঁসগুলো আরো প্রতিবেশী লতিফা বেগম, মর্জিনা বেগম, সিরাজুল ইসলাম, ও নজরুল ইসলামের। এ যেন অবুঝ প্রাণি হাঁসের সঙ্গে শত্রুতা করা হয়েছে। কে বা কারা পুকুরের উপরে ধানের সঙ্গে বিষ মিশিয়ে বিছিয়ে রেখেছে। সে বিষে একে একে ৩৬টি হাঁস মারা গেছে। এ জন্য পাশের জমির মালিককে দায়ী করলেও, কিন্তু বিষয়টি পরিকল্পিত ঘটনা মনে হয় অনেকের। হয়তোবা ব্যক্তিগত আক্রোশে বিষ প্রয়োগের ঘটনাটি ঘটানো হয়েছে। পাশের জমির মালিক আব্দুল আউয়াল বলেছেন, তার বিরুদ্ধে আনীত অভিযোগ করে বলেন, আমি কোন দু:খে ধানের সঙ্গে বিষ দেব। জমিতে হাঁসে ক্ষতি করে ঠিকই, কিন্তু এ বিষয়ে কারো সঙ্গে কোনদিন বাক বিতণ্ডাও করানো হয়নি। তাহলে এ ঘটনার সঙ্গে অন্য কারো হাত থাকতে পারে। বিষয়টি নিয়ে তদন্ত হওয়া প্রয়োজন। সুষ্ঠু তদন্তে বেরিয়ে আসবে আসল ঘটনা।
হাতীবান্ধা থানার ওসি শাহা আলম বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
আরো পড়ুন>> সরকারি মেডিকেলে ভর্তিচ্ছুদের জন্য সুখবর, আসন বাড়ল ১০৩০