ঢাকা ১০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

হাতীবান্ধায় ধর্ষন মামলার পলাতক আসামি গ্রেপ্তার

লালমনিরহাটের হাতীবান্ধা থানায় দায়েরকৃত একটি ধর্ষণ মামলার প্রধান আসামি বিষ্ণু চন্দ্র রায় (২৬) কে কুড়িগ্রাম সদর উপজেলা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৩)।

মঙ্গলবার (১৮ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও ফ্লাইট লেফটেন্যান্ট মো. সাইফুল্লাহ নাঈম।
গ্রেপ্তার হওয়া বিষ্ণু চন্দ্র রায় লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার দক্ষিণ মুশরত মদাতী এলাকার শ্রী মানিক চন্দ্রের ছেলে।
র‍্যাব জানায়, ২০২৪ সালের ৭ জানুয়ারি বিষ্ণুর বড় ভাইয়ের সঙ্গে ভুক্তভোগী নারীর বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিষ্ণু চন্দ্র রায় তাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে সম্পর্ক গড়ে তোলে। একপর্যায়ে স্বামীর সঙ্গে মনোমালিন্যের কারণে ভুক্তভোগী তার বাবার বাড়িতে চলে যান। পরে, ৫ জুলাই সকাল ১০টার দিকে বিষ্ণু ও তার কয়েকজন বন্ধু সহ তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে মোটরসাইকেলে কুড়িগ্রাম সদর উপজেলার একটি ভাড়া বাসায় নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে ভুক্তভোগী নিজে বাদী হয়ে লালমনিরহাটের হাতীবান্ধা থানায় একটি মামলা দায়ের করেন।
বিষয়টি র‍্যাব-১৩, রংপুর, সিপিএসসি ক্যাম্পের নজরে এলে তারা সোমবার বিকেল ৩টার দিকে কুড়িগ্রাম সদর থানাধীন সদর হাসপাতাল পাড়ার প্রতিবন্ধী স্কুলের পূর্ব পাশে অভিযান পরিচালনা করে এবং এজাহারনামীয় প্রধান আসামি বিষ্ণু চন্দ্র রায়কে গ্রেপ্তার করে।

ফ্লাইট লেফটেন্যান্ট মো. সাইফুল্লাহ নাঈম জানান, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন :-

নিউজ বিজয়ের সম্পর্কে

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

এইচবিএল প্রেসিডেন্টের বাংলাদেশ সফর: আঞ্চলিক বাণিজ্য ও বিনিয়োগে নতুন অঙ্গীকার

হাতীবান্ধায় ধর্ষন মামলার পলাতক আসামি গ্রেপ্তার

প্রকাশিত সময়:- ০৯:১৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫

লালমনিরহাটের হাতীবান্ধা থানায় দায়েরকৃত একটি ধর্ষণ মামলার প্রধান আসামি বিষ্ণু চন্দ্র রায় (২৬) কে কুড়িগ্রাম সদর উপজেলা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৩)।

মঙ্গলবার (১৮ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও ফ্লাইট লেফটেন্যান্ট মো. সাইফুল্লাহ নাঈম।
গ্রেপ্তার হওয়া বিষ্ণু চন্দ্র রায় লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার দক্ষিণ মুশরত মদাতী এলাকার শ্রী মানিক চন্দ্রের ছেলে।
র‍্যাব জানায়, ২০২৪ সালের ৭ জানুয়ারি বিষ্ণুর বড় ভাইয়ের সঙ্গে ভুক্তভোগী নারীর বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিষ্ণু চন্দ্র রায় তাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে সম্পর্ক গড়ে তোলে। একপর্যায়ে স্বামীর সঙ্গে মনোমালিন্যের কারণে ভুক্তভোগী তার বাবার বাড়িতে চলে যান। পরে, ৫ জুলাই সকাল ১০টার দিকে বিষ্ণু ও তার কয়েকজন বন্ধু সহ তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে মোটরসাইকেলে কুড়িগ্রাম সদর উপজেলার একটি ভাড়া বাসায় নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে ভুক্তভোগী নিজে বাদী হয়ে লালমনিরহাটের হাতীবান্ধা থানায় একটি মামলা দায়ের করেন।
বিষয়টি র‍্যাব-১৩, রংপুর, সিপিএসসি ক্যাম্পের নজরে এলে তারা সোমবার বিকেল ৩টার দিকে কুড়িগ্রাম সদর থানাধীন সদর হাসপাতাল পাড়ার প্রতিবন্ধী স্কুলের পূর্ব পাশে অভিযান পরিচালনা করে এবং এজাহারনামীয় প্রধান আসামি বিষ্ণু চন্দ্র রায়কে গ্রেপ্তার করে।

ফ্লাইট লেফটেন্যান্ট মো. সাইফুল্লাহ নাঈম জানান, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন