লালমনিরহাটের হাতীবান্ধায় ডোবার পানিতে পড়ে শিহাব হোসেন শাকিল (০৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের পশ্চিম বেজগ্রাম এলাকায় এ ঘটনাটি ঘটেছে। নিহত শিহাব হোসেন শাকিল ঐ এলাকার দিনমজুর মিন্টু মিয়ার পুত্র।
জানা গেছে, বাড়ির পাশের গাছ বাগানে সহপাঠীদের সাথে খেলতছিলো শিহাব, ছোট্ট শিহাব খেলতে খেলতে ডোবার কাছে গেলে এক সময় সেই ডোবায় পড়ে যায়। এমতাবস্থায় বাড়ির লোকজন তাকে অনেক খোঁজাখুজির পরেও না পেলে ডোবার পানিতে শিহাবের লাশ ভাসতে দেখে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আনোয়ারুল হক বলেন, ডোবার পানিতে পড়ে শিহাবের মৃত্যু হয়। হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাদুন্নবী বলেন, মৃত্যুর ঘটনাটি জানা নেই, পরিবারের অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
নিউজবিজয়২৪ডট কম/এফএইচএন