লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা ফাহিম শাহরিয়ার খান জিহানকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে পাঁচটার দিকে উপজেলার সিন্দুর্না ইউনিয়নের পাঠান বাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ফাহিম শাহরিয়ার খান জিহান হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি।
হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন নবী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, লালমনিরহাট শহরের বিএনপির অস্থায়ী কার্যালয় হামার বাড়ি ভাঙচুর মামলায় তাকে আটক করা হয়েছে। আগামীকাল আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন