
লালমনিরহাটের হাতীবান্ধায় মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকালে হ্যালিপ্যাড মাঠে বাংলার আবহমান ঐতিহ্য বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরতে মানচিত্র স্পোর্টস ক্লাব উৎসবটির আয়োজন করে ঘুড়ি উড়ানো উৎসব।
মান চিত্র স্পোর্টস ক্লাবের সভাপতি সহকারী শিক্ষক ফয়জুন নেছা মনার সভাপতিত্বে অনুষ্টিত উক্ত প্রতিযোগিতার আনুষ্টানিক ভাবে উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নাজির হোসেন ও প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামীলীগের উপজেলা সাধারণ সম্পাদক ও শ্রেষ্ট বিদ্যুৎসাহী সমাজ কর্মী মাহমুদুল হাসান সোহাগ,অনুষ্টানে এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মামুন,বিশেষ অতিথি বীর মুক্তি যোদ্ধা আলহাজ নুরুজ্জামান, পৃষ্ট পোষক মজিবুল আলম সাদাত,স্বাগত বক্তব্য রাখেন মান চিত্র স্পোর্সট ক্লাবের সভাপতি ফয়জুন নেছা মনা।
ঘুড়ি ওড়ানো একটি মজার খেলা। সুতা টেনে আকাশে ঘুড়ি ওড়ানো হয়। এটি বিনোদন মুলক খেলা। বহু দেশে ঘুড়ি ওড়ানোর উৎসব ও প্রতিযোগিতা করা হয়।পাতলা কাগজ, পলিথিন ও কাপড়ের সাথে চিকন শলকা লাগিয়ে ঘুড়ি তৈরি করা হয়। বিভিন্ন ধরন, নানা উপাদানে ও নকশায় ঘুড়ি তৈরি হয়। বিচারকদের ফলাফল মোতাবেক ৫ জনকে বিজয়ী ঘোষনা করে পুরুষ্কৃত করা হয়।
প্রায় ২৮ শত বছর পুর্বে চিন দেশে প্রথম ঘুড়ির উৎপত্তি হয়। পরবর্তিকালে এটি বাংলাদেশ, ভারত, জাপান, কোরিয়াসহ বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। ঘুড়ির সুতা কাটাকাটি একটি মজার খেলা। আধুনিককালে ঘুড়িগুলোয় সিনথেটিক জাতিয় পদার্থের প্রচলন বেড়েছে।
বর্তমানে বিভিন্ন ধরনের ঘুড়ি বিশ্বের নানা দেশে ওড়ানোর প্রচলন রয়েছে। দেশে বিভিন্ন উৎসবে ঘুড়ি ওড়ানোর প্রতিযোগীতা ও উৎসব হয়।