রাজধানীর হাতিরঝিল এলাকার পুলিশ প্লাজার উল্টোদিকে সড়কের পাশ থেকে বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসির সাংবাদিক আব্দুল বারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত আব্দুল বারী ডিবিসি নিউজের প্রডিউসার হিসেবে কর্মরত ছিলেন।
বুধবার (৮ জুন) সকালে মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, মরদেহ হাতিরঝিল ও গুলশান থানার মাঝামাঝি স্থানে থাকায় কোন এলাকায় পরছে তা শিওর হওয়া যায়নি। তবে সকালে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ডিবিসি ওই কর্মীর শরীরে ক্ষত বিক্ষত শরীর আঘাত দেখা যায়।
গুলশান থানার ডিউটি অফিসার জানান, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড সঙ্ঘটিত হয়ে থাকতে পারে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে মরদেহ পাশ থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে।